Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ছবি তুলতে গিয়ে চুলে আগুন

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ২২ ডিসেম্বর, ২০২২, ১২:০০ এএম

বন্ধুদের সঙ্গে আনন্দে মেতেছিলেন। হঠাৎই সেই আনন্দ বদলে গেল বিষণ্নতায়। ছবি তুলতে গিয়ে এক নারীর চুলে ধরে গেল আগুন। তবে অল্পের জন্য রক্ষা পেয়েছেন তিনি। ঘটনাটি ঘটেছে যুক্তরাজ্যের লিভারপুলে। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এবং ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি স্টার। প্রতিবেদনে বলা হয়েছে, ব্রিটেনের বাসিন্দা ওই নারীর নাম ফিয়না ইয়ং। টেবিলে রাখা একটি জ্বলন্ত মোমবাতি থেকে আগুন লেগে ওই দুর্ঘটনা ঘটে। ওই মোমবাতির সামনে বসেই ছবি তুলছিলেন ৩৮ বছর বয়সী ওই নারী। ঘটনাটি ঘটেছে লিভারপুলের একটি পানশালায়। ভুক্তভোগী ফিয়না নিজেই ঘটনার বিবরণ দিতে গিয়ে জানান, ওই পানশালায় তিনি তার বন্ধুদের সঙ্গে গিয়েছিলেন। সেখানে ছবি তোলার সময় তিনি কিছুটা ঝুঁকে যান। তখন পেছনে থাকা জ্বলন্ত মোমবাতিটি তিনি খেয়াল করেননি। মুহূর্তের মধ্যে তিনি কিছু একটা পোড়ার গন্ধ পান। তখনই দেখেন, তার চুলে আগুন ধরে গেছে। অন্যদের সহায়তায় আগুন নেভানো হয়। অল্পের জন্য বড় বিপদ থেকে রক্ষা পান তিনি। তবে আগুনে পুড়ে যাওয়ায় তার চুলের বেশ কিছুটা অংশ কেটে ফেলতে হয়েছে। ফিয়না আরও বলেন, ‘ভাগ্যের জোরে বেঁচে গেছি। এক সেকেন্ড আগেও ছবিটা অন্য রকম ছিল। ঈশ্বরকে অসংখ্য ধন্যবাদ।’ তবে ফিয়নার ধারণা, তিনি এবং তার বন্ধুরা যদি অতিরিক্ত মদ্যপান করতেন তা হলে পরিস্থিতি আরও খারাপ হতে পারত। পেশায় জিপি সার্জারির রিসেপশনিস্ট ফিয়না বলছেন: ‘কিছু একটা পোড়ার মতো গন্ধ হচ্ছিল। আগুন লেগে যাওয়ায় আমাকে মাথার মধ্যে আঘাত করতে হয়েছিল। আগুন আটকাতে আমি চুল ধরে রাখলেও কিছু চুল পুড়ে গেছে।’ তার ভাষায়, ‘আপনি দেখতে পাচ্ছেন, ছবিগুলোতে আমি আমার বন্ধুদের সাথে পোজ দেওয়ার জন্য ঝুঁকে আছি কিন্তু আমি বুঝতেই পারিনি যে সেখানে একটি মোমবাতি ছিল।’ ‘এই ঘটনার কারণে সবাই হাসছিল। আমি হেসেছিলাম এবং আমি মনে করি, আমি মন খারাপ করলে, কেউ হাসত না বা কিছুই করত না। আমাকে হাসতে হয়েছিল কারণ এই ঘটনায় আরও খারাপ কিছু হতে পারত।’ ইন্ডিয়া টুডে, ডেইলি স্টার।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ