মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
পেরুর ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট পেদ্রো ক্যাস্তিয়োর পরিবারকে মেক্সিকো রাজনৈতিক আশ্রয় দেওয়ার পর দেশটির রাষ্ট্রদূতকে ৭২ ঘণ্টার মধ্যে দেশত্যাগের নির্দেশ দিয়েছে লিমা। চলতি মাসের ৭ ডিসেম্বর পেরুর কংগ্রেস অভিশংসনের মাধ্যমে বামপন্থি ক্যাস্তিয়োকে প্রেসিডেন্টের পদ থেকে সরিয়ে দেয়। এরপর ভাইস প্রেসিডেন্ট দিনা বোলুয়ার্তে দেশটির প্রেসিডেন্ট হিসেবে অভিষিক্ত হন। কংগ্রেস ভেঙ্গে দেওয়ার চেষ্টার দায়ে ক্যাস্তিয়োর বিরুদ্ধে ‘বিদ্রোহের’ অভিযোগ আনা হয়েছে। তাকে গ্রেপ্তার করে তার বিরুদ্ধে আনা বিদ্রোহ ও ষড়যন্ত্রের অভিযোগের তদন্ত করা হচ্ছে। কিন্তু মেক্সিকো ক্ষমতাচ্যুত এ প্রেসিডেন্টকে সমর্থন করে আসছে এবং তাকে রাজনৈতিক আশ্রয় দেওয়ার কথা বিবেচনা করছে বলে জানিয়েছিল। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।