Inqilab Logo

মঙ্গলবার ১৯ নভেম্বর ২০২৪, ০৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আরো বেশি সুবিধা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২২ ডিসেম্বর, ২০২২, ১২:০০ এএম

সময় ও পরিস্থিতি বদলানোর সঙ্গে সঙ্গে বিদেশিদের আরও বেশি সুবিধা প্রদান করবে চীন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বুধবার বেইজিংয়ে নিয়মিত এক সাংবাদিক সম্মেলনে একথা বলেছেন। চীনে আগত বিদেশিদের কোয়ারেন্টিন-সংক্রান্ত এক প্রশ্নের জবাবে মাও নিং বলেন, করোনা মহামারি প্রাদুর্ভাবের গত তিন বছরে প্রতিরোধ ব্যবস্থার সমন্বয় করে সহযোগিতা ও অভিন্ন কল্যাণের ভিত্তিতে সবার আগে বিশ্বজুড়ে উৎপাদন পুনরায় শুরু এবং উচ্চ মানের উন্মুক্ততা ত্বরান্বিত করেছে চীন। তিনি বলেন, ভিসা সুবিধা দেওয়ার পাশাপাশি আন্তর্জাতিক ফ্লাইট বাড়ানো এবং দূরবর্তী করোনা নিয়ন্ত্রণ ব্যবস্থাসহ নানা পদক্ষেপ গ্রহণ করেছে। এসব পদক্ষেপ গণযোগাযোগকে সুবিধাজনক করার পাশাপাশি বিশ্ব শিল্প চেইনের স্থিতিশীলতায় সহায়তা করেছে। সিআরআই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ