Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় অ্যাথলেটিক্স শুক্রবার শুরু

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২১ ডিসেম্বর, ২০২২, ৮:০১ পিএম

বঙ্গবন্ধু ৪৬তম জাতীয় অ্যাথলেটিক্স প্রতিযোগিতা শুরু হচ্ছে শুক্রবার থেকে। বনানীস্থ বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে তিনদিন ব্যাপী এ প্রতিযোগিতা শেষ হবে আগামী রোববার। এবারের জাতীয় অ্যাথলেটিক্সের চল্লিশটি ইভেন্টে প্রায় পাঁচশতাধিক অ্যাথলেট অংশ নেবেন। যার মধ্যে পুরুষদের ২২টি এবং নারীদের ১৮টি ইভেন্ট থাকছে। প্রতিযোগিতায় রানিং ইভেন্টের ফলাফল ও টাইমিংয়ের জন্য ফটোফিনিশিংয়ের ব্যবস্থা করা হয়েছে। যথারীতি এবারও প্রতিযোগিতায় অংশ নেবেন দেশের দ্রুততম মানব লন্ডন প্রবাসী ইমরানুর রহমান। ১০০ মিটার স্প্রিন্ট ও ৪০০ মিটার রিলেতে খেলবেন তিনি।

প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করবেন বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের নতুন সভাপতি ও প্রধানমন্ত্রীর মূখ্যসচিব তোফাজ্জল হোসেন মিয়া। প্রত্যেকটি ইভেন্টে স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জজয়ীদের যথাক্রমে তিন, দুই ও এক হাজার টাকা করে অর্থপুরস্কার দেওয়া হবে। বুধবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ফেডারেশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রকিব মন্টু। এ সময় সহ-সভাপতি নুর উদ্দিন চৌধুরী নয়ন এমপি সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ