বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে ভোটারদের হুমকি দেয়ার অভিযোগ
মঠবাড়িয়া (পিরোজপুর) উপজেলা সংবাদদাতা : পিরোজপুর জেলা পরিষদ নির্বাচনে সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন প্রতিদ্ব›দ্বী চেয়ারম্যান প্রার্থী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিউদ্দীন মহারাজ (কাপ-পিরিচ)। গতকাল সোমবার রাতে মঠবাড়িয়া প্রেসক্লাবে স্থানীয় সাংবাদিকদের সাথে তিনি এক মতবিনিময় সভা করেন। মতবিনিময়কালে তিনি সাংবাদিকদের মাধ্যমে নির্বাচন কমিশনের কাছে ভোটারদের নির্বিঘেœ ভোটাধিকার প্রয়োগে প্রতিটি ভোটকেন্দ্রে ম্যাজিস্ট্রেট, র্যাব, বিজিবিসহ পর্যাপ্ত আইন-শৃঙ্খলা বাহিনী নিয়োগের দাবি জানান। এ ছাড়া ভোটকেন্দ্রে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধের দাবি জানান। সভায় তিনি অভিযোগ করে বলেন, আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী অধ্যক্ষ মো: শাহ আলমের (আনারস) লোকজন আমার ভোটার ও কর্মী-সমর্থকদের বিভিন্ন প্রকার হুমকি দিচ্ছেন। ভোটারদের প্রকাশ্যে ভোট দেখিয়ে দেয়ার হুমকি দিচ্ছেন। আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর লোকজন ভোটারদের হুমকি দিয়ে বলে যে, ‘আমাদের যারা ভোট দিবে না, তাদের ভোটকেন্দ্রে যাওয়ার দরকার নেই, তাদের ভোট আমরাই দিয়ে দেবো।’ মহিউদ্দীন মহারাজ আরো বলেন, এ ব্যাপারে তিনি প্রধান নির্বাচন কমিশনার বরাবরে লিখিত অভিযোগ করেছেন। মতবিনিময় সভায় প্রেসক্লাবের সভাপতি আবদুস সালাম আজাদীর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম মাতুব্বর, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান প্রমুখ। এদিকে সোমবার সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা করেন চেয়ারম্যান প্রার্থী মহিউদ্দীন মহারাজ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।