নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
ইংল্যান্ডের বিপক্ষে হোয়াইটওয়াশের পর খানিকটা ব্যক্তিগত অর্জনের সুখবর পেলেন পাকিস্তানের ক্যাপ্টেন বাবর আজম। আইসিসি টেস্ট ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে তিনি পেরিয়ে গেলেন স্টিভেন স্মিথকে। পাকিস্তানের অধিনায়ক উঠে এলেন ক্যারিয়ার সেরা দ্বিতীয় স্থানে ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে টি-টোয়েন্টিতে বাবর আছেন চারে, ওয়ানডেতে শীর্ষে।
এবার টেস্টেও এক নম্বর হওয়ার দিকে এগোলেন আরেকটু। ইংল্যান্ডের বিপক্ষে করাচি টেস্টে পাকিস্তান হারলেও বাবর দুই ইনিংসে করেন ৭৮ ও ৫৪। এই সপ্তাহেই গ্যাবায় ব্যাটিং প্রতিকূল উইকেটে স্মিথ আউট হন ৩৬ ও ৬ রানে। দুইরকম পারফরম্যান্সেই জায়গা অবদলবদল হয় দুজনের। ৮৭০ রেটিং পয়েন্ট নিয়ে স্মিথ এখন তিনে, ৮৭৫ পয়েন্ট নিয়ে দুইয়ে বাবর।
ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে ক্যারিয়ার সেরা অবস্থানে উঠে এসেছেন ট্রাভিস হেডও। তিন ধাপ এগিয়ে তিনি এখন চারে। ২৮ বছর বয়সী ব্যাটসম্যানের আগের সেরা অবস্থান ছিল পাঁচ, যা তিনি ছুঁয়েছিলেন এই বছরের জানুয়ারিতে। বাংলাদেশের বিপক্ষে চট্টগ্রাম টেস্টের পর র্যাঙ্কিংয়ে ১০ ধাপ এগিয়েছেন চেতেশ্বর পুজারা।
চট্টগ্রামে বাংলাদেশর বিপক্ষে প্রথম ইনিংসে ৮৬ রানের ইনিংস খেলে ১১ ধাপ এগিয়ে শ্রেয়াস আইয়ার উঠে এসেছেন ২৬তম স্থানে। পাকিস্তানের বিপক্ষে করাচি টেস্টে সেঞ্চুরি করে হ্যারি ব্রুক এগিয়েছেন ১২ ধাপ। এই সিরিজে তিন টেস্টে তিন সেঞ্চুরি করা তরুণ ইংল্যান্ড ব্যাটসম্যান মাত্র ৪ টেস্ট খেলেই উঠে এসেছেন ৪৪ নম্বরে।
বোলারদের মধ্যে কাগিসো রাবাদা র্যাঙ্কিংয়েও এগিয়েছেন চার ধাপ। একসময়ের এক নম্বর বোলার অনেক পিছিয়ে পড়ে এখন আবার উঠে এসেছেন তিন নম্বরে। বোলিংয়ে আগের মতোই শীর্ষে আছেন প্যাট কামিন্স।
চট্টগ্রামে ৮ উইকেট নিয়ে ম্যান অব দা ম্যাচ হওয়া কুলদিপ যাদব এগিয়েছেন ১৯ ধাপ (৪৯তম)। চোটের কারণে বাংলাদেশ সফরে না থাকলেও অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে শীর্ষেই আছেন ভারতের রবীন্দ্র জাদেজা। তার সতীর্থ রবিচন্দ্রন অশ্বিন আছেন দুইয়ে। অন্যদিকে বেন স্টোকসকে টপকে তিনে উঠে এসেছেন সাকিব আল হাসান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।