Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এক মোহনায় মেসি-ম্যারাডোনা

স্পোর্টস ডেস্ক : | প্রকাশের সময় : ২১ ডিসেম্বর, ২০২২, ১২:০০ এএম

এই চিত্রনাট্য লিখেছিলেন কে! উত্তরটা সবাই জানেন। সবার জীবনের চিত্রনাট্য যিনি লিখেছেন, তিনি-ই লিখেছেন। ৩৬ বছর আগে ডিয়াগো ম্যারাডোনার চিত্রনাট্যও তিনি লিখেছিলেন। তখনই হয়তো ভেবে রেখেছিলেন, সাড়ে তিন দশক পর যে চিত্রনাট্য লিখতে হবে, সেটি পাল্টাবেন না। আর তাই লিওনেল মেসি ও ডিয়েগো ম্যারাডোনা মিলে গেলেন এক মোহনায়।
বিধিলিপি দুজনকে এমন এক মোহনায় মিলিয়ে দিয়েছে, যা দেখে বিস্ময় না জাগাই অস্বাভাবিক। মেক্সিকোর আজতেকা স্টেডিয়ামে বিশ্বকাপ জয়ের পর কেঁদেছিলেন ম্যারাডোনা। লুসাইলেও ঠিক একই চূড়ায় ওঠার পর মেসিও কেঁদেছেন। কেঁদেছেন আর্জেন্টিনার তরুণ সমর্থকেরা, যেভাবে ম্যারাডোনার হাতে বিশ্বকাপ ট্রফি দেখে চোখের বাঁধ ভেঙে গিয়েছিল সেসব সমর্থকের বাবা-মায়ের প্রজন্মের। এদিন সেভাবেই সেই কান্নার স্রোত আছড়ে পড়েছে লুসাইল ও আর্জেন্টিনার সীমানা ডিঙিয়ে পৃথিবীর আনাচ-কানাচে- তাবৎ আর্জেন্টিনার সমর্থকদের চোখে কিংবা বুকে।
সেসব আনন্দাশ্রুর দমকে সন্তুষ্টির যে বারিধারা বর্ষিত হলো, তা দেখে সেই পরম সত্ত্বাও নিশ্চয়ই খুশি হবেন! কতটা প্রার্থনায় এই শিরোপা মেলে, কতটা অপেক্ষায় সেই শিরোপাটা আর্জেন্টাইন ফুটবলের বরপুত্রের হাতের ওঠে—উদাহরণ হয়ে থাকবে এ পৃথিবীর সব অপেক্ষাধীন মানুষের জন্য। মেসিকে দেখে নিজ নিজ প্রার্থনার হাত হয়তো তারাও ছাড়বেন না! হয়তো ওখানে ম্যারাডোনাও প্রার্থনায় ছিলেন। উত্তরসূরি এবার অন্তত যেন খালি হাতে না ফেরে! ম্যারাডোনা তো ম্যারাডোনা, মেসিকে নিয়ে পৃথিবীর সব মানুষের প্রার্থনাই হয়তো কবুল হয়েছে। সেটিও এমন দারুণভাবে যে তাকে বিস্ময়কর বলতেই হবে।
১৯৮৬ বিশ্বকাপে ম্যারাডোনা ৫ গোল করেছিলেন। গোল বানিয়েছিলেন আরও ৫টি। জিতেছিলেন ‘গোল্ডেন বল’। মেসি এই বিশ্বকাপে গোল করেছেন ৭টি, বানিয়েছেন ৩টি। সব মিলিয়ে ’৮৬-র ম্যারাডোনার মতোই হলো ১০ গোল। ’৮৬-র ম্যারাডোনার মতোই জিতলেন গোল্ডেন বল। আরও কী চাই, ৩৬ বছর আগে ম্যারাডোনাই সর্বশেষ খেলোয়াড় হিসেবে এক বিশ্বকাপে গোল করা ও গোল বানানো মিলিয়ে অন্তত ১০ গোলে সরাসরি অবদান রেখেছিলেন। মাঝে ৮টি বিশ্বকাপে কেউ গোল করা ও বানানো মিলিয়ে অন্তত ১০ গোলে সরাসরি অবদান রাখতে পারেননি।
ম্যারাডোনার সেই কীর্তিকে এবার ফিরিয়ে বিশ্বকাপও জিতলেন মেসি। চাইলে ’৮৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ম্যারাডোনার সেই সলো মুভে করা গোল এবং ‘হ্যান্ড অব গড’-এর স্মৃতিও মনে করতে পারেন। ক্লাব ফুটবলেও সেসব স্মৃতি ফিরিয়েছেন মেসি। এই চিত্রনাট্য সত্যিই অনন্য।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ