Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘মেসির হাতে বিশ্বকাপ, ঐতিহাসিক ন্যায়বিচার’

স্পোর্টস ডেস্ক : | প্রকাশের সময় : ২১ ডিসেম্বর, ২০২২, ১২:০০ এএম

কদিন আগেও যে ট্রফিটি লিওনেল মেসির জন্য স্বপ্নের মতো ছিল, সেটিই এখন বাস্তবতা। বিশ্বকাপ জিতে ক্যারিয়ারে ট্রফি জেতার চক্র পূরণ করেছেন আর্জেন্টাইন মহাতারকা। গত রোববার রাতে কাতারের লুসাইলে রোমাঞ্চকর ফাইনালে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জিতে মেসি এখন ভাসছেন প্রশংসার বন্যায়। কেউ তাঁকে স্বীকৃতি দিচ্ছেন সর্বকালের সেরার, আবার কেউ বলছেন মেসিকে পেয়ে ধন্য হয়েছে বিশ্বকাপ নিজেই।
লুসাইল আইকনিক স্টেডিয়ামে নতুন করে ইতিহাস লিখেছেন মেসি। আর্জেন্টিনার বিশ্বকাপ জেতার প্রায় তিন দিন পেরোলেও এর রেশ যেন কমছেই না। মেসির বিশ্বকাপ জয় নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছে তার সাবেক ক্লাব বার্সেলোনাও। বার্সা সভাপতির কাছে মেসির বিশ্বকাপ জয় ‘ঐতিহাসিক ন্যায়বিচার’। আর বার্সা কোচ জাভি বললেন, শিরোপাটি তার প্রাপ্য ছিল।
মেসির বিশ্বকাপ জয় নিয়ে আমাজন প্রাইম ভিডিওর প্রামাণ্যচিত্র ‘এফসি বার্সেলোনা : আ নিউ এরা’তে নিজের মত প্রকাশ করেছেন বার্সা সভাপতি লাপোর্তা। সেখানে ক্লাবের কিংবদন্তি খেলোয়াড় মেসিকে নিয়ে লাপোর্তা বলেছেন, ‘এটা ঐতিহাসিক ন্যায়বিচার। সে সর্বকালের সেরা এবং এটা তার প্রাপ্য।’
বার্সেলোনার হয়ে দারুণ সব অর্জন আছে মেসির। এ ক্লাবের হয়েই মূলত ফুটবলমঞ্চে সাফল্যের চূড়া স্পর্শ করেছেন মেসি, যেখানে মেসির সতীর্থ ছিলেন জাভি হার্নান্দেজ। দুজন জুটি গড়েও জিতেছেন ক্লাব ফুটবলের সম্ভাব্য সব শিরোপা। জাভি নিজে স্পেনের হয়ে বিশ্বকাপ জিতেছিলেন ২০১০ সালে। মেসির জয়েও দারুণ আনন্দিত বার্সার বর্তমান প্রধান কোচ। মেসির জয় নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে স্প্যানিশ কিংবদন্তি বলেছেন, ‘আমি মেসির জন্য খুবই আনন্দিত। বিশ্বকাপ তার প্রাপ্য। সে ইতিহাসের সেরা খেলোয়াড় এবং সে আমার বন্ধু। বিশ্বকাপের ফাইনালটাও ইতিহাসের সেরা।’
মেসির বিশ্বকাপ জয়ের পর অবশ্য টুইটারে একাধিক পোস্ট দিয়ে নিজেদের উচ্ছ্বাসের কথা জানিয়েছে বার্সা কর্তৃপক্ষ। বার্সার একাডেমি থেকেই যে মেসির যাত্রার শুরু, সেটিও মনে করিয়ে দিয়েছিল তারা। একটি পোস্টে তারা লিখেছে, ‘বার্সা কিংবদন্তি, আর্জেন্টিনা কিংবদন্তি, ফুটবল কিংবদন্তি।’ আরেকটি পোস্টে লেখা হয়- ‘গর্বিত’।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ