মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
মালয়েশিয়ার পার্লামেন্টে আস্থাভোটে উতরে গেছেন দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। সোমবার উপ-প্রধানমন্ত্রী ফাদিল্লাহ ইউসুফ প্রস্তাবটি উত্থাপন করেন। এ নিয়ে ঘণ্টা দুয়েকের মতো বিতর্ক পর ভোটাভুটি অনুষ্ঠিত হয়। এতে অধিকাংশ আইনপ্রণেতা আনোয়ার ইব্রাহিমের পক্ষে রায় দেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি। পার্লামেন্ট অধিবেশন শেষে বিষয়টি নিয়ে সংবাদিকদের সঙ্গে কথা বলেন ডিজিটাল যোগাযোগ বিষয়ক মন্ত্রী ফাহমি ফাদজিল। তিনি বলেন, ২২২ জন আইনপ্রণেতার মধ্যে ১৪৮ জন প্রধানমন্ত্রী হিসেবে আনোয়ার ইব্রাহিমের প্রতি সমর্থন জানিয়েছেন। সরকারপ্রধান হিসেবে টিকে থাকতে ন্যূনতম ১১২ জন আইনপ্রণেতার সমর্থন নিশ্চিতের বাধ্যবাধকতা ছিল আনোয়ার ইব্রাহিমের। তবে এর চেয়ে ঢের বেশি সমর্থন নিশ্চিত করতে সমর্থ হয়েছেন তিনি। আনাদোলু।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।