মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
সিরিয়ার রাজধানী দামেস্কের কাছাকাছি মিসাইল হামলা চালিয়েছে ইসরাইল। স্থানীয় সূত্রগুলো বলছে, সিরিয়ায় থাকা ইরানি টার্গেটে এই হামলা হয়। মঙ্গলবার রাতে গোলান হাইটস থেকে এই মিসাইল হামলা চালানো হয় বলে জানিয়েছে সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা। গোলান হাইটস সিরিয়ার ভূমি হলেও কয়েক দশক ধরে ইসরাইল তা দখল করে রেখেছে। এখন সেখান থেকেই নিয়মিত সিরিয়ায় মিসাইল ছুঁড়ে আসছে দেশটি। সানা জানিয়েছে, স্থানীয় সময় রাত সাড়ে ১২টার সময় মিসাইল হামলা শুরু হয়। এ সময় সিরিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হয়ে ওঠে। এরপরেও এই হামলায় বেশ ক্ষয়ক্ষতি হয়েছে বলে স্বীকার করেছে সিরিয়া। তাদের দুই সেনা আহতও হয়েছে। এছাড়া দামেস্ক বিমানবন্দর এবং সায়িদা জয়নাব শহরেও হামলার খবর পাওয়া গেছে। তবে ইসরাইলের তরফ থেকে এখনও কিছু জানানো হয়নি। গালিলি অঞ্চলের বাসিন্দারা সোশ্যাল মিডিয়ায় এমন ভিডিও শেয়ার করেছেন যাতে দেখা যাচ্ছে ওই এলাকা দিয়ে ইসরাইলি বিমান বাহিনীর একাধিক যুদ্ধ বিমান উড়ে যাচ্ছে। এরপরই সিরিয়ায় হামলার ঘটনা ঘটে। সিরিয়ায় প্রায়ই মিসাইল হামলা চালায় ইসরাইল। দেশটি দাবি করে, সিরিয়ায় থাকা ইরানপন্থী যোদ্ধাগোষ্ঠীদের দমনেই তারা এই হামলা চালিয়ে আসছে। সানা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।