মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
হলিউড সিনেমা প্রযোজক হার্ভি ওয়েনস্টেইনের বিরুদ্ধে আরও একটি ধর্ষণ এবং দুটি যৌন নিপীড়নের ঘটনা প্রমাণিত হয়েছে। জেইন ডো ১ নামের ইতালীয় এক মডেল তার বিরুদ্ধে এই অভিযোগ এনেছিলেন। ক্যালিফোর্নিয়ার লস এঞ্জেলসের একটি আদালতে এক মাসেরও বেশি সময় ধরে চলা এই বিচারকার্যে হার্ভির বিরুদ্ধে আনা অভিযোগ সঠিক বলে প্রমাণ পাওয়া গেছে। এ খবর দিয়েছে আল-জাজিরা। খবরে জানানো হয়, সোমবারের এই রায় ছিল হার্ভির বিরুদ্ধে দ্বিতীয় দফা অভিযোগ প্রমাণের ঘটনা। মিটু আন্দোলনের সবথেকে বড় মুখ হয়ে ওঠা হার্ভি আগে থেকেই যৌন নিপীড়ন ও ধর্ষণের অভিযোগে ২৩ বছরের কারাদণ্ড ভোগ করছেন। সোমবারের ওই রায়ের পর অভিযোগকারী জেইন বলেন, ২০১৩ সালের ওই রাতে হার্ভি আমার জীবনের বড় একটি অংশ ধ্বংস করে দিয়েছে। আমি সেটা কখনও ফেরত পাব না। তিনি আরও অভিযোগ করেন, হার্ভির আইনজীবীরা তাকে প্রশ্ন করে জাহান্নামের মতো অবস্থা তৈরি করেছিল। কিন্তু তিনি শেষ পর্যন্ত লড়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। তিনি আশা করেন, হার্ভি যেনো কখনও জেল থেকে বের হতে না পারে। ডকুমেন্টরি ফিল্ম মেকার জেনিফার সিয়েবেল নিউসম বলেন, হার্ভি তার জীবনে আর কোনো নারীকে ধর্ষণ করতে পারবে না। তাকে আজীবন জেলে থাকতে হবে। তিনি সেখানেই থাকার যোগ্য। এই পুরো মামলা চলাকালীন হার্ভির আইনজীবীরা অভিযোগকারীদের বিরুদ্ধে লিঙ্গ বৈষম্য, নারী বিদ্বেষ এবং অপমানের কৌশল অবলম্বন করেছে। তারা ভিক্টিমদের ভয় দেখিয়েছে, অবজ্ঞা করেছে এবং উপহাস করেছে। এই বিচারকার্য আমাদের দেখিয়ে দিয়েছে যে, আমেরিকার সামাজিক মূল্যবোধ নিয়ে আরও কাজ করার আছে। আল-জাজিরা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।