Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পশ্চিমাদের সুপ্ত বর্ণবাদ ফাঁস

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ২১ ডিসেম্বর, ২০২২, ১২:০০ এএম

ফ্রান্সকে হারিয়ে রোববার তৃতীয়বারের মতো বিশ্বকাপ জিতে নেয় লাতিন আমেরিকার দেশ আর্জেন্টিনা। বিশ্বজয়ের পর আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসির হাতে শিরোপা তুলে দেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। এর ঠিক আগ মুহূর্তে বিশ্বকাপের আয়োজক কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি মেসির গায়ে জড়িয়ে দেন কাতার এবং আরব বিশ্বের প্রতীক ‘বিশত’ নামের এক ধরনের বিশেষ পোশাক। তবে মেসিকে বিশত পরিয়ে দেওয়ার বিষয়টি ভালোভাবে নেয়নি পশ্চিমারা। বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে এই পোশাককে কটাক্ষ করে পোস্ট করেছিলেন। যদিও পরবর্তীতে তারা সেগুলো মুছে দেন। তবে আরব বিশ্বের সাধারণ মানুষ বলছেন, মেসির গায়ের এ আরব পোশাক পশ্চিমাদের মনে সুপ্ত, লুকায়িত বর্ণবাদী মনোভাব প্রকাশ করে দিয়েছে। বিশেষ করে ব্রিটিশ গণমাধ্যমগুলো এই পোশাককে নিয়ে বিদ্রুপ করেছে। দেশটির প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাম লিখেছিল, ‘এরকম উদ্ভট কাজ বিশ্বকাপের সেরা মুহূর্তটি নষ্ট করে দিয়েছে।’ ইংল্যান্ড ও ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক ফুটবলার গ্যারি লিঙ্কারকে বিবিসির অনুষ্ঠানে বলতে শোনা যায়, ‘মেসির আর্জেন্টিনার জার্সি তারা যেভাবে ঢেকে দিল এটি লজ্জাজনক।’ লিঙ্কারের পাশে থাকা আরেকজন বলেন, ‘কেন তারা এটি করল? কোনো কারণ দেখি না।’ দ্য নিউ আরব।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ