Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রুশ-ইউক্রেন সংর্ঘষ বন্ধের তাগিদ জাতিসংঘ মহাসচিবের

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২০ ডিসেম্বর, ২০২২, ৬:৫০ পিএম | আপডেট : ৭:০৪ পিএম, ২০ ডিসেম্বর, ২০২২

স্থানীয় সময় গতকাল (সোমবার) জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এক সংবাদ সম্মেলনে বলেছেন, রুশ-ইউক্রেন সংঘর্ষের সমাধান জাতিসংঘ সনদের কাঠামোতে শান্তিপূর্ণ উপায়ে করতে হবে।

তিনি বলেন, সংলাপের প্ল্যাটফর্ম সরবরাহ করবে জাতিসংঘ। আশা করা যায়, দু’পক্ষ যত দ্রুত সম্ভব সংঘর্ষ বন্ধ করবে এবং সংলাপের মাধ্যমে বতর্মান প্রতিকূলতা কাটিয়ে উঠবে।

গুতেরেস বলেছেন, কৃষ্ণ সাগর খাদ্য পরিবহন চুক্তি আবারও চালু হচ্ছে এবং রাশিয়ার সঙ্গে স্বাক্ষরিত স্মারক বাস্তবায়ন করে খাদ্য ও সার রপ্তানিতে রাশিয়াকে সাহায্য করবে জাতিসংঘ।

তিনি বলেন, কৃষ্ণ সাগর খাদ্য পরিবহন চুক্তির আওতা প্রসারিত করতে চায় জাতিসংঘ। ২০২২ সালের বৈশ্বিক খাদ্য সংকট এড়ানো গেছে। তবে, ২০২৩ সালে সারের দাম ও সরবরাহ নিশ্চিত করতে হবে। যাতে নতুন দফা খাদ্য সংকট এড়ানো যায়। সূত্র: সিএনবিসি।



 

Show all comments
  • Muhibur ২০ ডিসেম্বর, ২০২২, ৮:৩২ পিএম says : 0
    দ্রুত এ যুদ্ধ বন্ধ করা উচিত
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ