Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রাম টেস্টে হারের জন্য ব্যাটিং ব্যর্থতাকে দুষছেন পাপন

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২০ ডিসেম্বর, ২০২২, ১২:৩৬ পিএম

চট্টগ্রাম টেস্টে ভারতের বিপক্ষে বাংলাদেশ দল হেরেছে বড় ১৮৮ রানের ব্যবধানে। সাগরিকা টেস্টে টাইগার ব্যাটাররা ব্যাট হাতে হয়েছেন ব্যর্থ। আর দলের হারের জন্য ব্যাটিং ব্যর্থতাকেই দুষছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

 

সোমবার ঢাকায় একটি পার্কের উদ্বোধন অনুষ্ঠান শেষে গণমাধ্যমের মুখোমুখি হন পাপন। সেখানেই বিসিবি বস বলেন, 'আমাদের প্রথম ম্যাচটা যা হয়েছে আমরা বলছি না যে ম্যাচটা জিততে পারতাম বা জিতব। আমি মনে করি, এটা আরো প্রতিদ্বন্দ্বিতা হতে পারত। এটা ড্রয়ের দিকে নিতে পারতাম যদি প্রথম ইনিংসে ব্যাটিংটা খারাপ না হতো,

 

ভারতের বিপক্ষে টেস্টে ব্যাটিংয়ে যাদের উপর পাপন ভরসা রেখেছিলেন তারা প্রত্যাশা অনুযায়ী খেলতে পারেনি। পাপনের মতে, 'আমরা যাদের উপর ভরসা করেছিলাম তারা কিন্তু কেউ আমাদেরকে তাদের প্রত্যাশা অনুযায়ী খেলা উপহার দিতে পারেনি। যদিও দ্বিতীয় ইনিংসে এসে কিন্তু তারা ঘুরে দাঁড়িয়েছে। ঘুরে দাঁড়ানোর পেছনে সবচেয়ে বড় কারণ জাকির এবং শান্ত পরবর্তীতে সাকিব।'

 

পাপন আরো যোগ করেন, 'তবে প্রথম টেস্টে যাদের ওপর আমাদের আস্থা সবচেয়ে বেশি ছিল, তাদের কাছ থেকে আমরা হতাশ হয়েছি। যেমন লিটন দাস, মুশফিক। ওরা তেমন ফল করতে পারেনি। সোহানও ব্যর্থ হয়েছে। যার কারণে আমরা ভালো ফল করতে পারিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ