মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
বাস্তব হল ভারত মানে নোংরা, খারাপ রাস্তা, দূষণ এবং দুর্নীতি। না, কোনো বিদেশি নন, একথা বলছেন ভারতেরই একজন প্রথম সারির শিল্পপতি, ইনফোসিসকর্তা এন আর নারায়াণমূর্তি। তার আরেকটি পরিচয় অবশ্য আছে। ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনাকের শ্বশুর তিনি। নারায়ণ মূর্তির এ মন্তব্য নিয়ে ইতোমধ্যেই বিতর্কের ঝড় উঠেছে নেটদুনিয়ায়।
ঠিক কী বলেছিলেন ইনফোসিস কর্তা? সম্প্রতি একটি তথ্যপ্রযুক্তি কলেজের শিক্ষার্থীদের সেমিনারে গিয়ে ইনফোসিস কর্তা বলেছেন, ভারতে বাস্তবটা হল দুর্নীতি, নোংরা রাস্তা, দূষণ এবং অনেক সময় বিদ্যুৎহীনতা। অন্যদিকে সিঙ্গাপুরের মতো জায়গায় যদি দেখা যায়, তাহলে দেখা যাবে পরিষ্কার রাস্তা, দূষণ নেই এবং বিদ্যুতের কোনো ঘাটতি নেই। সুতরাং, আগামী দিনে এ বাস্তবটা বদলানোর দায়িত্ব নিতে হবে শিক্ষার্থীদেরই।
নারায়ণমূর্তি অবশ্য ভারতের এসব সমস্যাকে সুযোগ হিসাবে দেখতে চাইছেন। তিনি বলছেন, আমাদের এসব শূন্যতা আসলে ভবিষ্যৎপ্রজন্মের জন্য সুযোগ। শিক্ষার্থীদের উদ্দেশে তার মন্তব্য, এই সুযোগকে কাজে লাগিয়ে পরিবর্তন করতে হবে। নিজেদের নেতা হিসাবে কল্পনা করা শুরু করুন। অন্যরা পরিবর্তন করবে, সেই আশায় না থেকে নিজেরাই পরিবর্তনের লক্ষ্যে কাজে নেমে পড়ুন।
ইনফোসিস কর্তার এই মন্তব্য অবশ্য ভালভাবে নেননি নেটিজেনদের একাংশ। তার সংস্থা ৪০ বছর ধরে এ দেশে ব্যবসা করছে। আজ দেশ তথা বিশ্বের তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে সবচেয়ে বড় নামগুলোর মধ্যে একটি হল ইনফোসিস। সেই সংস্থার শীর্ষকর্তা নারায়ণমূর্তি কিনা ভারতেরই নিন্দা করছেন! স্বাভাবিকভাবেই নেটদুনিয়ায় আক্রমণ করা হচ্ছে তাঁকে। কেউ কেউ আবার জামাইয়ের নাম নিয়েও খোঁটা দিচ্ছেন। যদিও ওয়াকিফহাল মহলের দাবি, নারায়ণমূর্তি ভারতের বদনাম করতে চাননি। শুধু বাস্তবটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছেন। সূত্র : সংবাদ প্রতিদিন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।