রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
ফটিকছড়ি (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা : ফটিকছড়িতে গাছে ওয়াজ মাহফিলের মাইক লাগানোর সময় আবুল বশর (২৮) নামে এক যুবক গাছ থেকে পড়ে নিহত হয়েছে। এ সময় মোহাম্মদ বশর (২৭) নামে অপর এক মাইক হেলপার আহত হয়। গত বুধবার দুপুরে উপজেলার জাফতনগর ইউপির জাহানপুরস্থ নাছির মোহাম্মদ বাড়িতে এ ঘটনা ঘটে। স্থানীয় ইউপি চেয়ারম্যান মুহাম্মদ আব্দুল হালিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গাছে মাইক লাগানোর সময় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় আজাদী বাজারস্থ ডি-এস মাইক সার্ভিসের কর্মচারী আবুল বশর (২৮) জাহানপুর নাছির মোহাম্মদ বাড়ির একটি ওয়াজ মাহফিলের মাইক লাগাতে গাছে উঠে। অসাবধানতার কারণে পার্শ্ববর্তী ১১ হাজার বোল্টেজ তারের সাথে বিদ্যুতায়িত হয়ে ঝাঁকুনি খেয়ে গাছ থেকে নিচে ছিটকে পড়ে সে। পরে গুরুতর আহতাবস্থায় বশরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। নিহত বশর নোয়াখালী জেলার হাতিয়া উপজেলা জনৈক আবুল হাশেমের ছেলে বলে জানা গেছে। এ ঘটনায় আহত অপর মোহাম্মদ বশর বর্তমানে চমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।