Inqilab Logo

বৃহস্পতিবার ১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তলিয়ে গেলো থাই যুদ্ধজাহাজ

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ২০ ডিসেম্বর, ২০২২, ১২:০২ এএম

থাইল্যান্ড উপসাগরে ডুবে গেছে থাই নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজ। খারাপ আবহাওয়ার কবলে পড়ে সোমবার জাহাজটি ডুবে যায়। এসময় জাহাজটিতে ছিল ১০৬ জন। এরমধ্যে এখনও ৩৩ জন নিখোঁজ রয়েছেন। তাদের ভাগ্যে কি ঘটেছে তা ধারণা করা যাচ্ছে না। এ খবর দিয়েছে সিএনএন। খবরে বলা হয়, থাইল্যান্ড কর্তৃপক্ষই গোটা পরিস্থিতির কথা বর্ণনা করেছে। এক বিবৃতিতে তারা জানায়, উদ্ধার হওয়া তিন নাবিকের অবস্থা গুরুতর। নিখোঁজ ক্রুদের খুঁজতে উদ্ধার অভিযান পরিচালনা করা হচ্ছে। জাহাজটি ডুবে যাওয়ার সময় সমুদ্রে ব্যাপক ঝড় চলছিল। ঝড়ের কারণে জাহাজের এক্সস্ট পাইপে পানি ঢুকে যায় এবং এতে জাহাজের গুরুত্বপূর্ণ ইলেক্ট্রিক সিস্টেম নষ্ট হয়ে যায়। এরপরই ২৫২ ফুট বা ৭৭ মিটার লম্বা যুদ্ধজাহাজ এইচটিএমএস সুখোথাই ডুবে যায়। থাই কর্তৃপক্ষ জানিয়েছে, ইলেক্ট্রিক শাটডাউনের পর যুদ্ধজাহাজটির প্রধান পাওয়ার সিস্টেমও বন্ধ হয়ে যায়। এরফলে জাহাজ থেকে পানি পাম্প করে বের করার আর কোনো পথ থাকে না ক্রুদের কাছে। এক পর্যায়ে জাহাজটি আস্তে আস্তে সাগরে ডুবে যায়। প্রায় তিন ঘণ্টা ধরে জাহাজটিকে বাঁচানোর চেষ্টা করেন ক্রুরা। অবশেষে সোমবার রাত ১২টা ১২ মিনিটে সুখোথাই সমুদ্রের নিচে ডুবে যায়। ৯৬০ টন ওজনের জাহাজটি যুক্তরাষ্ট্রে তৈরি। সিএনএন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ