Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ উ. কোরিয়ার

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ২০ ডিসেম্বর, ২০২২, ১২:০২ এএম

কোরীয় উপদ্বীপের পূর্ব উপকূলে দুটি মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া। সকালে উৎক্ষেপণ করা ক্ষেপণাস্ত্রের বিষয়টি সম্পর্কে অবগত দক্ষিণ কোরিয়া ও জাপানের কয়েকজন কর্মকর্তা এটি নিশ্চিত করেছেন। সম্প্রতি উচ্চ ক্ষমতাসম্পন্ন সলিড জ্বালানি মোটর ইঞ্জিন পরীক্ষা করেছিল কিম জং-উনের দেশটি। এ পরীক্ষার তিনদিন পরই ক্ষেপণাস্ত্র ছুড়ল পিয়ংইয়ং। দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অব স্টাফ জানান, সকালে শক্তিশালী ক্ষেপণাস্ত্র দুটি উত্তর কোরিয়ার টংচাং-রি এলাকা থেকে উৎক্ষেপণ করা হয়। এদিকে জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকেও একই দাবি করা হয়েছে। দেশটির উপপ্রতিরক্ষামন্ত্রী তোশিরো ইনো জানান, উত্তর কোরিয়ার নিক্ষেপ করা মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্রগুলো জাপানের একচেটিয়া অর্থনৈতিক অঞ্চলের (ইইজেড) বাইরে পড়েছে। আল-জাজিরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ