Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যুদ্ধের ফ্রন্টলাইনে রুশ প্রতিরক্ষামন্ত্রী

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ২০ ডিসেম্বর, ২০২২, ১২:০২ এএম

ইউক্রেনে যুদ্ধের ফ্রন্টলাইন সফর করেছেন রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শইগু। রোববার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তরফ থেকে এ খবর দেয়া হয়েছে। এছাড়া টেলিগ্রাম চ্যানেলে সফরের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোর ভিডিও প্রকাশ করেছে রাশিয়া। এতে দেখা যায়, যেখানে রাশিয়া ও ইউক্রেনের সেনারা মুখোমুখি যুদ্ধ করছে, হেলিকপ্টার থেকে তা পর্যবেক্ষণ করছেন শইগু। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়, দক্ষিণাঞ্চলীয় জেলাগুলোতে সামরিক অবস্থান পর্যবেক্ষণ করেছেন মন্ত্রী। তিনি সেনা সদস্যদের সঙ্গে কথা বলেছেন এবং তাদের অবদানের জন্য ধন্যবাদ জানিয়েছেন। সেখানে ক্যাম্পগুলোতে গিয়ে কম্যান্ডারদের থেকে যুদ্ধের বিভিন্ন আপডেট নিয়েছেন তিনি। সেনাবাহিনীর রসদ সরবরাহ অব্যাহত রাখার বিষয়ে বিশেষ গুরুত্ব দিয়েছেন শইগু। টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করা এক বিবৃতিতে আরও বলা হয়, শইগু রণাঙ্গনে সৈন্য মোতায়েন করা এলাকাগুলো বিমানে পরিদর্শন করেছেন এবং বিশেষ সামরিক তৎপরতা চালানো হচ্ছে যেসব জায়গায়, সেখানে রুশ সেনা ইউনিটগুলোর অগ্রবর্তী অবস্থান তিনি খতিয়ে দেখেছেন। তবে ঠিক কবে এবং কোথায় এই সফর হয়েছে তা প্রকাশ করেনি রাশিয়া। গত ফেব্রুয়ারি মাসের পর একাধিক শীর্ষ রুশ কর্মকর্তা দনবাস অঞ্চল সফরে গিয়েছেন। তারা সকলেই ভøাদিমির পুতিনের কাছের মানুষ হিসেবে পরিচিত। ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান রয়েছে এখন জেনারেল সের্গেই সুরোভিকিনের অধীনে। তিনি ও প্রতিরক্ষামন্ত্রী শইগু উভয়েই নিয়মিত প্রেসিডেন্ট পুতিনকে যুদ্ধের বিষয়ে সরাসরি আপডেট দেন। পুতিন বারবার বলে আসছেন, দনবাসের মানুষদের ইউক্রেনের ‘আগ্রাসন’ থেকে রক্ষা করতে সেখানে সামরিক অভিযান পরিচালনার কোনো বিকল্প ছিল না। ২০১৪ সাল থেকেই এই সংঘাত চলছে। যুক্তরাষ্ট্র সমর্থিত ক্যু-এর মাধ্যমে ইউক্রেনের গণতান্ত্রিক সরকারকে উৎখাত করার মধ্য দিয়েই এই যুদ্ধ শুরু হয়। এদিকে বিবিসি জানিয়েছে, ইউক্রেন যুদ্ধে সৈন্যদের মনোবল চাঙ্গা করতে রণাঙ্গনে সঙ্গীত সেনা দল মোতায়েন করতে যাচ্ছে রাশিয়া। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় ‘রণাঙ্গনের সৃজনী ব্রিগেড’ নামে একটি সেনা দল গঠনের ঘোষণা দিয়েছে। এই ব্রিগেডে কণ্ঠশিল্পী এবং বাদ্যশিল্পীরা থাকবেন। বৃটেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় তাদের রোববারের গোয়েন্দা ব্রিফিং-এ এ খবর নিশ্চিত করেছে। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ