মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
সার্বিয়ার সঙ্গে উত্তেজনার মধ্যেই কসোভোতে সামরিক মহড়া চালানোর ঘোষণা দিয়েছে ন্যাটো। রোববার দেশটিতে থাকা ন্যাটো মিশন এ ঘোষণা দেয়। কসোভোর পশ্চিমা সমর্থিত সরকার ও দেশটির সার্ব সংখ্যালঘুদের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। এমন প্রেক্ষাপটে কসোভোতে সেনা মোতায়েন করতে চেয়েছে সার্বিয়া। ঠিক সে সময়েই এই সামরিক মহড়ার ঘোষণা দিলো ন্যাটো। নিজেদের টুইটার একাউন্ট থেকে ন্যাটো জানিয়েছে, কসোভো বাহিনী নভো সেলোতে থাকাঘাঁটিতে সামরিক মহড়া করবে। এই মহড়ায় তাদেরকে সংকটকালীন সময়ের জন্য প্রশিক্ষণ দেয়া হবে। ১৯৯৯ সাল থেকেই ন্যাটো সেনারা কসোভোতে রয়েছে। ওই বছরই কসোভো সার্বিয়া থেকে আলাদা হয়ে যায় এবং ২০০৮ সালে স্বাধীনতা ঘোষণা করে। পশ্চিমা দেশগুলো কসোভোকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দিলেও সার্বিয়া এখনও তা মেনে নেয়নি। কসোভো যখন সার্বিয়ার অংশ ছিল তখন যেসব গাড়ির লাইসেন্স করা হয়েছিল তা পরিবর্তন করতে উঠে পড়ে লেগেছে কসোভোর প্রশাসন। এতে কসোভোয় থেকেয় যাওয়া সার্বদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। সার্বিয়া ও কসোভোর মধ্যেও উত্তেজনা দেখা দেয়। এমন প্রেক্ষাপটে কসোভোয় সেনা মোতায়েনের অনুমতি চেয়েছে সার্বিয়া। এ নিয়ে সার্বিয়ার প্রেসিডেন্ট ভুসিক বলেছেন, কসোভোয় ন্যাটোর নেতৃত্বাধীন শান্তিরক্ষী বাহিনীতে সার্বীয় সেনা সদস্যদের অন্তর্ভুক্ত করতে আমাদের মন্ত্রিসভা সম্মত হয়েছে। জাতিসংঘের ১২৪৪ নম্বর প্রস্তাব অনুসারে সার্বিয়ার সেনাদের কসোভোয় মোতায়েন করা হবে। কসোভো যাতে সেটি মেনে নেয় সেই আহ্বান জানান সার্বিয়ার প্রেসিডেন্ট। তিনি দাবি করেন, সার্বিয়ার ১০০০ সেনা মোতায়েনই পারে কসোভোয় থাকা সার্বদের সুরক্ষা নিশ্চিত করতে। এটি করা হলে, ওই অঞ্চলের চলমান উত্তেজনাও হ্রাস পাবে। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।