মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
সরকার গঠনের জন্য সাত দিন সময় দিলেন নেপালের প্রেসিডেন্ট বিদ্যা দেবী ভান্ডারী। স্থানীয় সময় রোববার দেশের সমস্ত রাজনৈতিক দলকে একটি নতুন সরকার গঠনের জন্য আমন্ত্রণ জানিয়েছেন তিনি। নির্বাচন কমিশনের প্রতিবেদনের ভিত্তিতে প্রেসিডেন্ট নতুন সরকার গঠনের আহ্বান জানিয়েছেন। খবর ইন্ডিয়া টুডে। প্রেসিডেন্টের কার্যালয়ের বরাত দিয়ে গণমাধ্যমটি জানায়, এ নির্বাচনে যেহেতু কোনো একক দল নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পায়নি, তাই প্রেসিডেন্ট হাউস অব রিপ্রেজেন্টেটিভসের একজন সদস্যকে ডেকে বলেছেন যে তিনি সংবিধানের ৭৬ (২) অনুচ্ছেদে উল্লিখিত দুই বা অন্যান্য দলের সহযোগিতায় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেন। ২৫ ডিসেম্বর বিকেল ৫টা পর্যন্ত এর জন্য সময়সীমা বেঁধে দেয়া হয়েছে। তথ্য বলছে, একটি দল বা জোটের স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতার জন্য ২৭৫ সদস্যের হাউস অব রিপ্রেজেন্টেটিভে ১৩৮টি আসন প্রয়োজন। কিন্তু সরকার গঠনের মতো পর্যাপ্ত আসন কোনো দলের হাতেই নেই। ক্ষমতাসীন জোটের হাউসে সংখ্যাগরিষ্ঠতার কাছাকাছি আসন রয়েছে, তবে মন্ত্রিসভায় কে নেতৃত্ব দেবে সে সম্পর্কে এখনও কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি। সিপিএন-মাওবাদী সেন্টারের সভাপতি পুষ্প কমল দাহাল প্রচণ্ড নেপালের প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবার সঙ্গে দেখা করে দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। ইন্ডিয়া টুডে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।