Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সোভিয়েত ভূত এখনও তাড়া করছে যুক্তরাষ্ট্রকে : মস্কো

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ২০ ডিসেম্বর, ২০২২, ১২:০২ এএম

স্নায়ু যুদ্ধের সময়কার সেই ভয় এখনও কাটিয়ে উঠতে পারেনি যুক্তরাষ্ট্র। তাই রাশিয়াকে দুর্বল করতে ইউক্রেনকে অস্ত্র হিসেবে বেছে নিয়েছে তারা। পাশাপাশি ইউরোপকে নিজের অধীনস্থ করতেও উঠে পড়ে লেগেছে দেশটি। ওয়াশিংটনে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আনাতলি আন্তোনভ নিউজ উইককে দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন। ইউক্রেনের জন্য পেন্টাগনের ২৭৫ মিলিয়ন ডলার সহায়তা প্যাকেজ ঘোষণার এক সপ্তাহের মাথায়ই এই সাক্ষাৎকারটি প্রকাশ হলো। এতে আন্তোনভ দাবি করেন, পরিস্থিতি যাই হোক না কেনো মাল্টিপোলার বিশ্বের উত্থান হবেই। যদিও ওয়াশিংটন মনে করে, তাকে অবশ্যই সবসময় রাশিয়ার সঙ্গে প্রতিযোগিতা করে নিজেকে জাহির করতে হবে। পেন্টাগনের সর্বশেষ ন্যাশনাল ডিফেন্স স্ট্র্যাটেজি রাশিয়াকে যুক্তরাষ্ট্রের জন্য বড় হুমকি হিসেবে চিহ্নিত করেছে। তাই যুক্তরাষ্ট্র এমন প্রস্তুতি নিচ্ছে যাতে যুদ্ধ লাগলে তারা জয়ী হতে পারে। এরপরই আন্তোনভ বলেন, অবস্থা দেখে মনে হচ্ছে- যুক্তরাষ্ট্রকে এখনও সোভিয়েত ইউনিয়নের ভূত তারা করছে এবং স্নায়ু যুদ্ধ এখনও শেষ হয়নি। এ দেশে রাজনীতিবিদরা এখনও এমনভাবে চিন্তা ও কাজ করে যেনো সেই ঐতিহাসিক প্রেক্ষাপট এখনও বিদ্যমান রয়েছে। ফলে ভøাদিমির পুতিনের অধীনে রাশিয়া যখন বিশ্বে নিজের সম্মান ফিরিয়ে এনেছে, তা ওয়াশিংটনের জন্য মাথাব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছে। রুশ রাষ্ট্রদূত জানান, ইউক্রেন যুদ্ধকে যুক্তরাষ্ট্র এমনভাবে ব্যবহার করছে যাতে রাশিয়াকে দুর্বল করে দেয়া যায়। তারা রাশিয়াকে ব্যবহার করছে নিজেদের অভূতপূর্ব সামরিক ব্যয়কে বৈধ করতে। নিউজ উইক।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ