Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আফগানিস্তানে ট্যাংকার বিস্ফোরণে নিহত বেড়ে ১৯

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ২০ ডিসেম্বর, ২০২২, ১২:০২ এএম

আফগানিস্তানের রাজধানী কাবুলের উত্তরে এক বিস্ফোরণে অন্তত ১৯ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩২ জন। একটি টানেলের মধ্যে থাকা জ্বালানির ট্যাংকারে বিস্ফোরণ ঘটলে এই হতাহতের ঘটনা ঘটে। কাবুল থেকে ৮০ মাইল উত্তরে সালাং টানেল এ এই ঘটনা ঘটেছে। হিন্দুস্তান টাইমস জানিয়েছে, এই টানেল মূলত ১৯৬০ সালে সোভিয়েত ইউনিয়ন গড়েছিল। আফগানিস্তানের উত্তর ও দক্ষিণের সংযোগ রক্ষার জন্য এই টানেল বা সুড়ঙ্গ গড়ে তোলা হয়। আফগানিস্তানের পারওয়ান প্রদেশের গভর্নরের মুখপাত্র হিমাতুল্লাহ শামিমই হতাহতের খবর দিয়েছেন। তিনি জানান, মৃতদের মধ্যে রয়েছেন বেশ কয়েক জন নারী ও শিশু। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তাছাড়া টানেলের মধ্যে কয়েকজন আটকে গেছেন বলেও জানা গেছে। ফলে নিহতের সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। আহতদের উদ্ধারের পর স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। পারওয়ান এলাকার স্বাস্থ্য দফতর মোট ১৪ জন নিহতের খবর দিয়েছে। তাদের ওখানে মোট ২৪ জন আহতকে হাসপাতালে আনা হয়েছে। দেশটির গণপূর্ত মন্ত্রণালয়ের একজন মুখপাত্র মৌলভি হামিদুল্লাহ মিসবাহ রোববার সকালে বলেন, আগুন নিভিয়ে ফেলা হয়েছে এবং কর্মরত দলের সদস্যরা এখনও টানেলটি পরিষ্কারের কাজ করছে। হিন্দুস্তান টাইমস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ