মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
গত ১৬ ডিসেম্বর জীবাণু অস্ত্র বিস্তার রোধ কনভেশনের নবম পর্যালোচনা সম্মেলন জেনেভায় শেষ হয়েছে।
এ প্রসঙ্গে আজ (সোমবার) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বেইজিংয়ে নিয়মিত এক সাংবাদিক সম্মেলনে বলেছেন, এ সম্মেলন বিশ্বব্যাপী জৈব নিরাপত্তা এবং কনভেশনের শর্তসমূহ বাস্তবায়ন পর্যালোচনা করেছে। তাতে সফল একটি দলিল এবং কর্মদল গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ফলে কনভেশনের কার্যকারিতা জোরদার হবে।
মাও নিং বলেন, এ পর্যালোচনা সম্মেলন ও তার সাফল্য বিশ্বব্যাপী জৈব নিরাপত্তা প্রশাসনের অগ্রগতির প্রতিফলন, যা আন্তর্জাতিক সমাজের অভিন্ন স্বার্থের সঙ্গে সঙ্গতিপূর্ণ। চীন তাকে স্বাগত জানায়।
মাও নিং আরও বলেন, আন্তর্জাতিক সমাজের সঙ্গে মিলে এ পর্যালোচনা সম্মেলনকে নতুন সূচনা হিসেবে ধরে বিশ্বে জৈব নিরাপত্তা প্রশাসনকে বেগবান করবে এবং সাধারণ নিরাপত্তা ও অভিন্ন উন্নয়ন বাস্তবায়নে আরও ভূমিকা রাখবে চীন। সূত্র: সিআরআই।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।