Inqilab Logo

সোমবার ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০৮ আশ্বিন ১৪৩১, ১৯ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

বিশ্বকাপের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে দ্বিতীয়বার গোল্ডেন বল জিতলেন মেসি

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৯ ডিসেম্বর, ২০২২, ২:৩৬ এএম
 এই পুরষ্কার তিনি জিতেছেন আগেও।তবে কাতার বিশ্বকাপের গোল্ডেন বল জেতাটাই লিওনেল মেসির কাছে সবচেয়ে বেশি মধুর হওয়ার কথা। টুর্নামেন্ট সেরার পুরস্কার জেতার পথে যে দলকে এনে দিয়েছেন বিশ্বকাপের শিরোপা।যার জন্য আর্জেন্টিনা সমর্থকরা দীর্ঘ ৩৬ বছরের ধরে অপেক্ষায় ছিলেন।
 
রোববার আর্জেন্টিনার তৃতীয়বারের মতো বিশ্বকাপের শিরোপা জেতার পিছনে গোল করে ও করিয়ে সবচেয়ে বেশি অবদান রেখেছিলেন মেসিই।সাত গোল আর তিন এসিস্টে পুরো আসর জুড়ে এই আর্জেন্টাইন ফরোয়ার্ড ছিলেন দুর্দান্ত।ফলে অবধারিতভাবে তার হাতে উঠেছে গোল্ডেন বল। এই নিয়ে দ্বিতীয়বারের মতো সম্মাননাটি জিতলেন তিনি।ফুটবল বিশ্বকাপের ইতিহাসে আর কোন খেলোয়াড়ই দুইবার গোল্ডেন বল জিততে পারেননি।
 
এর আগে ২০১৪ সালে গোল্ডেন বলের পুরষ্কার পান লিওনেল মেসি।সেবারও প্রায় একক নয় পণ্যে আর্জেন্টিনাকে ফাইনালে তুলেন মেসি। তবে ফাইনালে জার্মানির কাছে হেরে হৃদয় ভাঙে আলবিসেলেস্তেদের। 
 


 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ