Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দৈনিক ইনকিলাব পাঠকদের জন্য মেসির সেই সাক্ষাৎকারটি হুবহু তুলে ধরা হলো

| প্রকাশের সময় : ১৯ ডিসেম্বর, ২০২২, ১২:৫৪ এএম

নায়ক : দুজন, আমার বাবা হোর্হে এবং আমার গডফাদার (দত্তক নেওয়া পিতা) ক্লডিও।
প্রিয় কোচ : সবাই, এখন পর্যন্ত যাদের পেয়েছি- গ্যাব্রিয়েল, মোরালিস, ডমিঙ্গেজ, ভেচ্চো এবং করিয়া। তাদের প্রত্যেকের কাছ থেকেই আমি কিছু না কিছু শিখেছি।
প্রিয় ফিটনেস কোচ : পাবলো সানচেজ।
প্রিয় খেলোয়াড় : দুজন, আমার ভাই আর আমার কাজিন।
প্রিয় দল : নিওয়েল’স।
প্রিয় শখ : গান শোনা।
যে ধরনের গান প্রিয় : কোয়ারতেতো এবং কাম্বিয়া।
প্রিয় টিভি প্রোগ্রাম : প্রিমিসিয়াস।
প্রিয় ম্যাগাজিন : প্যাসিয়ন রোহিনেগ্রা (নিওয়েলসের ফ্যান ম্যাগাজিন)
প্রিয় বই : বাইবেল।
প্রিয় সিনেমা : বেবিজ ডে আউট।
ফুটবলের বাইরে অন্য প্রিয় খেলা : হ্যান্ডবল।
প্রিয় মডেল : নিকোল নিউম্যান।
প্রিয় খাবার : চিকেন ও সস।
প্রিয় বিষয় : স্প্যানিশ।
প্রিয় চাকরি : শারীরিক শিক্ষার (পিই) শিক্ষক।
লক্ষ্য : মধ্যমিক স্কুল শেষ করা।
আনন্দের উপলক্ষ : আমরা যখন চ্যাম্পিয়ন হয়েছিলাম।
শোকাবহ দিন : আমার দাদির মৃত্যু।
আশা : নিওয়েলসের হয়ে প্রথম বিভাগ খেলা।
প্রিয় স্মৃতি : আমার দাদি যখন আমাকে ফুটবল খেলতে নিয়ে গিয়েছিলেন।
স্বপ্ন : আর্জেন্টিনার হয়ে খেলা।
বলার মতো গল্প : আমরা যখন পেরুতে গিয়ে চ্যাম্পিয়ন হয়েছিলাম।
মানবতা : যে জিনিস মানুষের কখনও হারানো উচিত নয়।
আর্জেন্টিনার যুবদল : তাদের হয়ে খেলতে পারলে খুব ভালো লাগবে।
পরিবার : আমার বাবা হোর্হে, মা সিলিয়া এবং আমার ভাইবোন রড্রিগো, নাতালিয়া ও মারিসোল।
বন্ধু : আমার সৌভাগ্য যে আমার অনেক বন্ধু আছে। নামগুলো বলতে শুরু করলে কারও না কারও নাম নিতে ভুলে যাবো।
তোমার জীবনে নিওয়েলসের মানে কী? : সবকিছু, সত্যি বলতে সবকিছু।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ