Inqilab Logo

সোমবার, ০৮ জুলাই ২০২৪, ২৪ আষাঢ় ১৪৩১, ০১ মুহাররম ১৪৪৬ হিজরী

দুই আফ্রিকাকে গুঁড়িয়ে দিল অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক : | প্রকাশের সময় : ১৯ ডিসেম্বর, ২০২২, ১২:৫৪ এএম

ব্যাটিং ধ্বসের হাত থেকে দ্বিতীয় ইনিংসেও নিস্তার পেল না দক্ষিণ আফ্রিকা। সফরকারীদের আবারও বিব্রতকর পরিস্থিতিতে ফেললেন অজি বোলাররা, পাঁচ উইকেট নিয়ে সামনে থেকে নেতৃত্ব দিলেন অধিনায়ক প্যাট কামিন্স। দুই দিনেই হার বরণ করতে হলো ডিন এলগারের দলকে। গতকাল ব্রিসবেন টেস্টের দ্বিতীয় দিনে দক্ষিণ আফ্রিকাকে ছয় উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া। এই জয়ে তিন ম্যাচ টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে এলো অজিরা।
সব মিলিয়ে গোটা টেস্টে খেলা হয়েছে মাত্র ৮৬৭ বল। অস্ট্রেলিয়ায় এর চেয়ে কম বল হয়েছে মাত্র একটি টেস্টেই। ১৯৩২ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষেই মেলবোর্ন টেস্টে খেলা হয়েছিল ৬৫৬ বল। সব মিলিয়ে ইতিহাসের অষ্টম সংক্ষিপ্ততম টেস্ট এটি। শেষ ইনিংসে স্রেফ ৩৪ রান তাড়ায় অস্ট্রেলিয়াকে হারাতে হয় ৪ উইকেট। গোটা ম্যাচের চিত্র খানিকটা ফুটে ওঠে এখানেই। প্রথম দিনে উইকেটের পতন হয় ১৫টি, দ্বিতীয় দিনে ১৯টি।
আগের দিন সাত রানে পিছিয়ে থাকা অজিরা এদিন অলআউট হওয়ার আগে স্কোরবোর্ডে যোগ করতে পেরেছে আরও ৭৩ রান। ৭৮ রানে অপরাজিত থাকা ট্রাভিস হেড ফিরে যান নামের পাশে আর ১৪ রান যোগ করে। ৯২ রান করে ফিরে যান ক্যাঙ্গারুদের আশার প্রতীক। ফলে ৬৬ রানের লিড পায় তারা। চার উইকেট নিয়ে বোলিং আক্রমণের নেতৃত্ব দেন কাগিসো রাবাদা, তিন উইকেট শিকার করেন মার্কো ইয়ানসেন। জবাবে আবারও ব্যাটিং বিপর্যয়ে পড়ে দক্ষিণ আফ্রিকা, এবার মাত্র ৯৯ রানে গুটিয়ে যায় তারা। দুই অঙ্কের ঘরে পৌঁছতে পারেন মাত্র তিনজন, ইনিংস সর্বোচ্চ ৩৬ রান এসেছে খায়া জন্ডোর ব্যাট থেকে।পাঁচ উইকেট শিকার করেন কামিন্স, জোড়া শিকার ঝুলিতে পুরেন স্কট বোল্যান্ড ও মিচেল স্টার্ক।
ব্রিজবেন টেস্টে চমক জাগানিয়া প্রথম দিনের পর আর নাটকীয় দ্বিতীয় দিনে দক্ষিণ আফ্রিকাকে ৬ উইকেটে হারিয়ে সিরিজে এগিয়ে গেল অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসের আগ্রাসী ব্যাটিংয়ে ম্যাচের সেরা ট্রাভিস হেড। দুই দল এরপর লড়বে বক্সিং ডে টেস্টে, মেলবোর্নে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ