মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
জার্মানির স্টুটগার্টে মাতাল অবস্থায় ট্রেন চালিয়ে যাত্রীদের আতঙ্কগ্রস্ত করে তোলার পর এক ট্রেন চালককে গ্রেফতার করা হয়েছে। বিদেশী গণমাধ্যমের খবর অনুযায়ী, ৪৩ বছর বয়সী ট্রেনচালক নেশাগ্রস্ত হওয়ার কারণে বেশ কয়েকটি স্টেশনে ট্রেন থামাননি। খবরে বলা হয়েছে, ট্রেনচালক এমনকি বেশ কয়েকটি স্টেশনে ট্রেনের দরজাও খোলেননি। আর কিছু জায়গায় তিনি খুব দেরিতে ট্রেনের দরজা খুলেছেন। এছাড়াও ট্রেনচালক তার চাকরি নিয়ে স্পিকারে সমালোচনা করেন।
বিদেশি সংবাদমাধ্যম জানায়, ট্রেন চালকের এ কর্মকাণ্ডের ফলে ট্রেনে ও স্টেশনে যাত্রীদের অসুবিধায় পড়তে হয়েছে। গ্রেফতারকৃত ট্রেন চালককে পুলিশ তদন্ত করছে। সূত্র : ডিপিএ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।