Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিলকিস বানুর আবেদন খারিজ সুপ্রিম কোর্টে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৯ ডিসেম্বর, ২০২২, ১২:৫৫ এএম

গুজরাট দাঙ্গার সময় গণধর্ষণের শিকার বিলকিস বানু দন্ডিতদের জেল থেকে আগাম মুক্তি দেয়ার বিরুদ্ধে যে আবেদন (রিভিউ পিটিশন) করেছিলেন দেশটির সুপ্রিম কোর্ট শনিবার তা খারিজ করে দিয়েছে। গত ১৫ অগস্ট বিলকিস বানু ধর্ষণ মামলায় ১১ জন দন্ডিতকে ছেড়ে দেয় গুজরাট সরকার। যারা জেলে ১৫ বছরের বেশি ছিল। ভারতের ৭৬তম স্বাধীনতা দিবসে সেই ঘটনার প্রতিবাদে সরব হন বিরোধী নেতারা। তারই মধ্যে সুপ্রিম কোর্টে পিটিশন দাখিল করেন বিলকিস। নিজের আবেদনে বিলকিস দাবি করেন, শীর্ষ আদালতের নিয়ম লঙ্ঘন করে ওই ১১ জন ধর্ষককে ছেড়ে দিয়েছে গুজরাট সরকার। যা সমাজের ‘বিবেক নাড়িয়ে গিয়েছে’ বলে দাবি করেন বিলকিস। ওই পিটিশনে ধর্ষণের বিস্তারিত বিররণ তুলে ধরেছিলেন তিনি। বিলকিস দাবি করেন, ১১ জন ধর্ষককে ছেড়ে দেয়ার খবরে হতবাক গেছেন তারা (বিলকিস ও তার মেয়েরা)। হিন্দুস্থান টাইমস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ