Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ডারবান সৈকতে প্রাণ গেলো তিন সাঁতারুর

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৯ ডিসেম্বর, ২০২২, ১২:৫৫ এএম

দক্ষিণ আফ্রিকার দক্ষিণ-পূর্ব শহর ডারবানের বিখ্যাত সমুদ্র সৈকতে আকস্মিক ঢেউয়ের আঘাতে তিন সাঁতারু মারা গেছেন। আহত হয়েছেন আরও ১৭ জন। দেশটির কোয়াজুলু-ন্যাটাল জরুরি মেডিক্যাল পরিষেবার মুখপাত্র রবার্ট ম্যাকেঞ্জি জানান, শনিবার বে অফ প্লেন্টিতে সাঁতারুরা ঢেউয়ের তোড়ে উত্তাল সাগরে তলিয়ে যায়। এতে তিনজন মারা যান। এদের মধ্যে এক কিশোরও রয়েছে। আহত কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। বিকাল ৫টার দিকে এ ঘটনা ঘটে। কর্তৃপক্ষ জানিয়েছে, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে উদ্ধারকাজ শুরু করে লাইফগার্ডের ৩৫ জন সদস্য। তাদের পাশাপাশি স্থানীয়রাও উদ্ধারকাজে যোগ দেয়। বড় দিনসহ ইংরেজি নতুন বছরকে বরণ করে নিতে পর্যটকদের আগমনের প্রস্তুতি নিচ্ছে ডারবান কর্তৃপক্ষ। এর মধ্যেই এ ঘটনা ঘটলো। আল-জাজিরা।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ