Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নতুন নিষেধাজ্ঞা ইইউ’র অভ্যন্তরীণ সমস্যাকেই বাড়িয়ে তুলবে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৯ ডিসেম্বর, ২০২২, ১২:৫৫ এএম

রাশিয়ার ওপর আরও চাপ সৃষ্টি করতে নবম দফার নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এর আওতায় মস্কোর ২০০ রাজনৈতিক ব্যক্তিকে কালো তালিকাভুক্ত করা হচ্ছে। এমন পদক্ষেপে শনিবার রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেন, মস্কোর বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়নের সবশেষ নিষেধাজ্ঞার প্যাকেজ, জোটের অভ্যন্তরীণ সমস্যাকে আরও বাড়িয়ে তুলবে। প্রেসিডেন্ট পুতিনের ঘনিষ্ঠ ও মুখপাত্র জাখারোভা আরও বলেন, ‘পূর্বের সব নিষেধাজ্ঞার মতো ইইউ’র আর্থ-সামাজিকের ওপর একই ধরনের প্রভাব ফেলবে।’ ইউক্রেনে যুদ্ধে চালিয়ে যাওয়ার কারণে মস্কোকে চাপে রাখতে ব্রাসেলসে গত শুক্রবার ইইউ রাষ্ট্রদূতরা নবম দফার নিষেধাজ্ঞা প্রস্তুত করেছেন। খনি ও জ্বালানি শিল্প ক্ষেত্রেও ইইউ থেকে বিনিয়োগ নিষিদ্ধ ঘোষণা করা হচ্ছে। এ প্রসাথে জাখারোভা বলেন, পূর্বে যেসব নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, বিপরীতে ইউরোপকে জ্বালানি সংকট ও উচ্চ মুদ্রাস্ফীতির দিকে নিয়ে গেছে। জোটের অনেক কোম্পানি তাদের উৎপাদন অন্য জায়গায় স্থানান্তরে পরিকল্পনা করতে বাধ্য হয়েছে। এতে মহাদেশটি অর্থনৈতিক সংকটে পড়েছে। জোর দিয়ে তিনি আরও বলেন, মস্কোর ওপর ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা- আফ্রিকা, এশিয়া এবং লাতিন আমেরিকার উন্নয়নশীল দেশগুলোও ক্ষতির মুখে পড়ছে। গত ফেব্রæয়ারিতে ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর থেকে রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমা দেশগুলো একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করে যাচ্ছে। আনাদোলু এজেন্সি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ