মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
বিদ্যুৎ সাশ্রয়ে জনসচেতনতা বাড়াতে ‘পাবলিক ইনফরমেশন ক্যাম্পেইন’ শুরু করেছে যুক্তরাজ্য সরকার। যেখানে ‘সহজে, কম বা বিনা খরচে’ কীভাবে জ্বালানির ‘বড় সঞ্চয়’ করা সম্ভব তার নানা কৌশল শেখানো হচ্ছে। নানা কারণে বিদ্যুতের দাম বেড়ে যাওয়ায় যুক্তরাজ্যে বসতবাড়িতে বিদ্যুৎ বিলের পেছনে ব্যয় দ্বিগুণের বেশি বেড়ে গেছে। এ অবস্থায় শীতে জনগণকে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার কয়েকটি কৌশল দেখিয়ে দিয়েছেন দেশটির বাণিজ্য ও জ্বালানিমন্ত্রী গ্রান্ট শ্যাপস। বিবিসির আবহাওয়া বিষয়ক প্রতিবেদক জাস্টিন রোওলাটকে দেয়া এক ভিডিও সাক্ষাৎকারে জ্বালানিমন্ত্রী তার বাড়িতে কীভাবে তিনি বিদ্যুৎ সাশ্রয় করেন তা দেখি জনগণকেও সেই উপায় অবলম্বন করার পরামর্শ দিযেছেন। ভিডিওতে শ্যাপস দেখিয়ে দেন কীভাবে ঘরের সামনের দরজার নিচের ফাঁকা অংশ ও জানালার ধারের ফাঁকা অংশে বালিশ বা কাপড় গুঁজে দিয়ে বাইরের হাড়ঠাÐা করা বাতাস ঘরের ভেতর প্রবেশ করা আটকে ঘর অপেক্ষাকৃত গরম রাখা যায়। এভাবে বছরে প্রায় ৬০ পাউন্ড বিদ্যুৎ বিল সাশ্রয় সম্ভব বলে মনে করেন তিনি। এরপর তিনি তার বাড়ির বয়লারের কাছে চলে যান এবং বলেন, যদি বয়লারের তাপমাত্র নিয়ন্ত্রণের সুইচ সর্বোচ্চ গরম এর পর্যায়ে না রেখে খানিকটা কমিয়ে রাখা হয় তাহলেও বিদ্যুৎ সাশ্রয় হবে। বলেন, ‘‘সর্বোচ্চ পর্যায়ের না রেখে ৭৫ থেকে ৬০ সেন্টিগ্রেডের মধ্যে রাখলে ঘরের তাপমাত্রায় খুব বেশি হেরফের টের পাওয়া যাবে না। এরমাধ্যমে বছরে বিদ্যুৎ বিল ১০০ পাউন্ড কমিয়ে আনা সম্ভব।” এরপর তিনি তার রান্নাঘরে গিয়ে মাইক্রোওয়েভ ওভেনের সুইচ বন্ধ করে দিয়ে বলেন, ‘‘আমার অনেক বিদ্যুতিক যন্ত্র ব্যবহার করি। বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।