Inqilab Logo

সোমবার ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০৮ আশ্বিন ১৪৩১, ১৯ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

নতুন যুগে প্রবেশ করছে তুরস্ক

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৯ ডিসেম্বর, ২০২২, ১২:৫৫ এএম

১৭তম গ্যাস সরবরাহকারী দেশ তুরস্ক। খুব শিগগিরই দেশটিকে প্রথম অবস্থানে নিয়ে যাওয়ার আশ্বাস দিয়েছেন প্রেসিডেন্ট রজব তাইয়্যিপ এরদোগান। তুরস্কের ইস্তাম্বুলে ইউরোপের সবচেয়ে বড় প্রাকৃতিক গ্যাস স্টোরেজের উদ্বোধনের সময় এ আশ্বাস দেন এরদোগান। তিনি বলেন, ‘আমরা নতুন এক যুগে প্রবেশ করছি। আগামী ২০ বছরের মধ্যে প্রাকৃতিক গ্যাস ও জ্বালানি খাতে তুরস্ককে অনন্য এক উচ্চতায় নিয়ে যাব আমরা।’ এরদোগান বলেন, ‘২০২১ সালে তুরস্কের জ্বালানি তেলের সরবরাহের সক্ষমতা ছিল প্রায় ১৬ কোটি টন; যার আর্থিক মূল্য ৫১ বিলিয়ন মার্কিন ডলার। এর দাম এখন বেড়ে দাঁড়িয়েছে ৮১ বিলিয়ন ডলার।’ প্রসঙ্গত, জ্বালানি খাতকে সমৃদ্ধ করতে নতুন পরিকল্পনা করেছে তুরস্ক। বিশ্বের প্রাকৃতিক গ্যাস ও জ্বালানির কেন্দ্র হিসেবে নিজেদের গড়ে তোলার ঘোষণা দিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট। ইতোমধ্যে এ খাতে ২০ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করেছে দেশটি। তুরস্কে সিলিভরি আন্ডারগ্রাউন্ড প্রাকৃতিক গ্যাস স্টোরেজের উদ্বোধনী অনুষ্ঠানে এরদোগান বলেন, ‘জ্বালানি খাতের উন্নয়নে ২০৫৩ সালের মধ্যে বৈদেশিক নির্ভরতা ৭১% থেকে কমিয়ে ১৩% নামিয়ে আনা হবে।’ তুরস্কের প্রেসিডেন্ট আরও জানান, ‘স¤প্রতি তুর্কমেনিস্তান ও আজারবাইজানের সাথে ত্রিদেশীয় বৈঠকে আমরা জ্বালানি ও এবং প্রাকৃতিক গ্যাস নিয়ে আলোচনা করেছি। এতে লক্ষ্য পূরণে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছে দেশগুলো।’ বিশ্বের জ্বালানি ও প্রাকৃতিক গ্যাসের কেন্দ্র হিসেবে গড়ে তুলতে যথাযথ ব্যবস্থা নিয়েছে তুরস্ক। এ নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের সাথেও আলোচনা করা হয়েছে বলে জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্টে রজব তাইয়েপ এরদোগান। তুরস্কের সিলিভরি আন্ডারগ্রাউন্ড প্রাকৃতিক গ্যাস স্টোরেজের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেছেন এরদোগান। হুররিয়াত নিউজ।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ