Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

২৪ ঘণ্টায় বিদ্যুতের আওতায় ৬০ লাখ মানুষ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৯ ডিসেম্বর, ২০২২, ১২:৫৫ এএম

ইউক্রেনে রাশিয়ার সবশেষ হামলায় অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে প্রায় গোটা দেশ। বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েন রাজধানী কিয়েভসহ খারকিভের বহু মানুষ। হামলার ২৪ ঘণ্টার মধ্যে বিদ্যুৎ লাইন ও স্থাপনা মেরামত করে কিয়েভের প্রায় ৬০ লাখ মানুষকে বিদ্যুতের আওতায় আনা হয়েছে। ইউক্রেনের দাবি, শুক্রবার ইউক্রেনে ৭০টিরও বেশি ক্ষেপণাস্ত্র হামলা চালায় রাশিয়া। ফলে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় বসতবাড়ি, হাসপাতালসহ অনেক জ্বালানি স্থাপনা। এ হামলার ফলে পানি, জ্বালানি সংকটসহ অনেক মৌলিক প্রয়োজন থেকে বঞ্চিত হন ইউক্রেনবাসী। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এক ভিডিওবার্তায় জানিয়েছেন, মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে ৬০ লাখ মানুষের বিদ্যুতের ব্যবস্থা করা হয়েছে। মেরামত কার্যক্রম অবিরতভাবে চলবে। গত ২৪ ফেব্রæয়ারি ইউক্রেনে তথাকথিত অভিযান শুরুর পর ৯বার ইউক্রেনে বড় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। আবারও তারা হামলা চালাতে পারে। ইতোমধ্যে এমন শঙ্কা প্রকাশ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ও সেনাপ্রধান। রয়টার্স।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ