Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মেক্সিকো সীমান্তে অভিবাসীদের ভিড় ঠেকাতে জরুরি অবস্থা ঘোষণা যুক্তরাষ্ট্রের

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৮ ডিসেম্বর, ২০২২, ৭:৩১ পিএম

রয়টার্স জানায়, গতকাল (শনিবার) বিপুল সংখ্যক অভিবাসীর যুক্তরাষ্ট্রে প্রবেশ মোকাবিলায় টেক্সাস অঙ্গরাজ্যের সীমান্ত শহর এল পাসোর মেয়র সেখানে জরুরি অবস্থা জারি করেছেন।

বর্তমানে হিমাঙ্কের নীচের তাপমাত্রায় কয়েক হাজার অভিবাসী রাস্তায় কঠিনতর অবস্থায় দিনাতিপাত করছে। সেসঙ্গে প্রতিদিন শত শত অভিবাসীকে গ্রেফতার করা হচ্ছে। গেল এক সপ্তাহ ধরে মার্কিন সীমান্ত টহল কর্মীরা এল পাসো সীমান্তে প্রতিদিন ৩৪০০ জন অভিবাসীর বৃত্তান্ত পর্যালোচনা করছে, তা গত অক্টোবর মাসের তুলনায় ৪০ শতাংশ বেশি।

কেএফওএক্স১৪ অনুসারে মেয়র অস্কার লিজার শনিবার একটি সংবাদ সম্মেলনের সময় জরুরি অবস্থা ঘোষণা করে বলেছিলেন যে, তিনি আর বাসিন্দাদের নিরাপদ রাখতে পারবেন না। ‘আমি শুরু থেকেই বলেছিলাম যে আমি জরুরি অবস্থা জারি করব যখন আমি অনুভব করব যে আমাদের আশ্রয়প্রার্থী বা নাগরিকরা নিরাপদ নয়।’

এল পাসো, মার্কিন-মেক্সিকো সীমান্তে অবস্থিত একটি শহর, অনেক আগে থেকেই সেখানে অভিবাসীদের আগমন ঘটেছে। তবে মার্কিন যুক্তরাষ্ট্রে কোভিড মহামারীর অধীনে ট্রাম্প-যুগের অভিবাসন নীতি আর্টিকেল ৪২ এর কারণে আশ্রয়প্রার্থীদের সংখ্যা হ্রাস পেয়েছিল যার মেয়াদ ২১ ডিসেম্বরে শেষ হবে। সূত্র: ফক্স নিউজ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ