রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
পাঁচবিবি (জয়পুরহাট) উপজেলা সংবাদদাতা :জয়পুরহাটের পাঁচবিবিতে সরকারি কোষাগার থেকে প্রায় ১০ লাখ টাকা আত্মসাৎ করায় উপজেলা ভূমি অফিসের প্রধান সহকারী কাম হিসাব রক্ষক বেগম জেসমিন বারীর বিরুদ্ধে একটি মামলা হয়েছে। ভূমি অফিসের নাজীর কোরবান আলী বাদী হয়ে পাঁচবিবি থানায় মামলাটি দায়ের করেন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফিরোজ হাসান জানান, বেগম জেসমিন বারী কিছু টাকা সরকারি কোষাগারে জমা করেছেন আর কিছু টাকা জমা করেননি। ২০১৩ সালের ২ ডিসেম্বর হতে ২০১৫ সালের নভেম্বর পর্যন্ত সেই হিসাবে ডিসিআর বাবদ ৯ লাখ ৩৯ হাজার ৬৬৯ টাকা সরকারি কোষাগারে জমা না দিয়ে তিনি আত্মসাৎ করেন। এছাড়া তিনি দুটি ডিসিআর বই জমা না দিয়ে হারিয়ে যাওয়ার কথা বলেন। পরে অফিসে খোঁজ নিয়ে দেখা গেছে ২টি ডিসিআর বই ইস্যু হয়েছে কিন্তু রেজিস্ট্রারে তিনি তোলেননি। জেসমিন বারীর কাছে হিসাব চাইলে তিনি বিভিন্নভাবে দেড় মাস ধরে টালবাহানা করতে থাকেন। অবশেষে গত ৯ ফেব্রুয়ারি জেসমিন বারীর বিরুদ্ধে এ বিষয়ে মামলা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।