Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অ্যালবিনো কাছিমের জন্ম

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৮ ডিসেম্বর, ২০২২, ১২:০৫ এএম

করাচির হকস বে নার্সারিতে অ্যালবিনো কচ্ছপের জন্ম হয় হয়েছে। সিন্ধু বন্যপ্রাণী বিভাগের সংরক্ষক ১৯৭০ সালের পর প্রথমবারের মতো অ্যালবিনো কাছিমের একটি ডিজিটাল রেকর্ড তৈরি করছেন। বন ও বন্যপ্রাণী অধিদপ্তরের সংরক্ষক জাভেদ মাহের বলেন, মানুষও প্রাণীর নকশায় জড়িত।

তিনি বলেন যে, জেনেটিক অ্যালবিনিজম এমন একটি গুণ যার ফলে ত্বক সাদা হয়ে যায় এবং আক্রান্ত প্রাণীরা সূর্যের আলোতে সংবেদনশীল। তিনি বলেন, কচ্ছপ পানিতে থাকে, তাই সূর্যের কোনো সমস্যা নেই।
জাভেদ মাহের জানান, নতুন জীবনযাত্রার জন্য অ্যালবিনো কচ্ছপ অবমুক্ত করা হয়েছে। ১৯৭০ সাল থেকে এ পর্যন্ত ৮ লাখ কচ্ছপ অবমুক্ত করা হয়েছে। তিনি বলেন, হায়াতের বন বিভাগে কোনো অ্যালবিনো কচ্ছপ নেই। গবেষণা অনুযায়ী, এক লাখ কচ্ছপের মধ্যে একটি অ্যালবিনো কচ্ছপ থাকতে পারে। সংরক্ষক যোগ করেছেন যে, অ্যালবিনিজম বানর, তোতা, কুমির, ভালুক, বানর, কাঠবিড়ালি এবং অন্যান্য প্রাণীদের মধ্যেও পাওয়া যায়। সূত্র : জং নিউজ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ