মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
শীর্ষ দশে ইরান
ইনকিলাব ডেস্ক : ইস্পাত হচ্ছে এমন একটি পরিবেশ বান্ধব এবং টেকসই পণ্য যা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ইস্পাত বিশ্বের সবচেয়ে উল্লেখযোগ্য প্রকৌশল এবং নির্মাণ সামগ্রী হিসেবে বিবেচিত। আর এই পণ্যটি উৎপাদনে ইরানকে অন্যতম গুরুত্বপূর্ণ দেশ হিসেবে বিবেচনা করা হয়। ইস্পাত আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে ব্যবহার করা হয়। গাড়ি এবং নির্মাণ পণ্য, রেফ্রিজারেটর এবং ওয়াশিং মেশিন, মালবাহী জাহাজ এবং অস্ত্রোপচারের স্ক্যাল্পেলগুলিতে ব্যবহার হয় এই গুরুত্বপূর্ণ উপাদানটি। সম্পত্তির ক্ষতি ছাড়াই এটি বারবার পুনর্ব্যবহার করা যায়। ইস্পাত পুঙ্খানুপুঙ্খভাবে পুনর্ব্যবহারযোগ্য, এর রয়েছে দুর্দান্ত স্থায়িত্ব। মেহর নিউজ।
সরে দাঁড়ালেন জোলি
ইনকিলাব ডেস্ক : ২০ বছরের বেশি সময় জাতিসংঘের শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর) দূত হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন অস্কারজয়ী মার্কিন অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। তবে আন্তর্জাতিক সংস্থাটি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন তিনি। ৪৭ বছর বয়সী হলিউড অভিনেত্রী জোলি বলেন, জাতিসংঘের অনেক কর্মসূচি রয়েছে যেগুলোতে কাজ করে যাবো। আমি শরণার্থী ও বাস্তুচ্যুত মানুষের পাশে দাঁড়াতে আগামীতে সব রকম প্রচেষ্টা চালিয়ে যাবো। তিনি আরও বলেন, ২০ বছর জাতিসংঘের সঙ্গে কাজ করার পর মনে হচ্ছে এখন আমার ভিন্নভাবে কাজের সময় এসেছে। ইউএনএইচসিআর বলেছে, অ্যাঞ্জেলোনা জলি সবচেয়ে প্রভাবশালী শরণার্থী অধিকার আইনজীবীদের একজন। বিবিসি।
রুশ কূটনীতিক আহত
ইনকিলাব ডেস্ক : মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রে একজন রুশ কূটনীতিকের ওপর হামলার ঘটনায় ওই কূটনীতিক আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন। দেশটির রাজধানী বাঙ্গুইতে রুশ দূতাবাসের প্রেস অ্যাটাশে ভøাদিসøাব ইলিন এ খবর জানিয়েছেন। তিনি বলেছেন, শুক্রবার বাঙ্গুইতে নিযুক্ত রুশ কালাচারাল সেন্টারের জেনারেল ডিরেক্টর দিমিত্রি সিতি আহত হয়েছেন এবং তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি আরো বলেন, সিতি তার কাছে অজ্ঞাত ঠিকানা থেকে আসা একটি পার্সেল খুলতে গেলে তার ভেতরে রাখা একটি বোমা বিস্ফোরিত হয়। তবে তার জীবনের ঝুঁকি নেই বলে হাসপাতাল সূত্র নিশ্চিত করেছে। স্পুটনিক।
ড্রোন-নৃত্যে উন্মাতাল
ইনকিলাব ডেস্ক : দুবাই শপিং ফেস্টিভাল চলছে। আর সেই উৎসব রাঙাতেই দর্শকদের জন্য ব্যবস্থা করা হয়েছে ড্রোন-নৃত্যের। দুবাইর আকাশে দুই জায়গা থেকে উপভোগ করা যাচ্ছে ড্রোনের এই কারুকাজ। ডিসেম্বরের ১৫ তারিখ শুরু হওয়া এই ড্রোন নৃত্য চলবে জানুয়ারি মাসের ২৩ তারিখ পর্যন্ত। ব্লুওয়াটার ও দ্য বিচ থেকে সরাসরি উপভোগ করা যাচ্ছে এই ড্রোনের প্রদর্শনী। প্রায় দেড়মাস ধরে চলা দুবাই শপিং ফেস্টিভালে ইংরেজি নববর্ষ উদযাপনে থাকছে বিশেষ আয়োজন। থাকছে লাইভ কনসার্ট, যেখানে বিশ্ববরেণ্য সঙ্গীত শিল্পীরা উপস্থিত থাকবেন। খালিজ টাইমস।
টেক্সাসে ভূমিকম্প
ইনকিলাব ডেস্ক : যুক্তরাষ্ট্রের তেলসমৃদ্ধ টেক্সাস অঙ্গরাজ্যে মাঝারি মাত্রার ভূকম্পন অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৪। এতে স্থাপনাসমূহ কেপে উঠলেও আপাতদৃষ্টিতে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। মার্কিন কর্তৃপক্ষ এ খবর জানিয়েছে। মার্কিন ভূতাত্বিক জরিপ সংস্থা বলেছে, শুক্রবার স্থানীয় সময় বিকেল ৫.৩৫ মিনিটে মিডল্যান্ডের ২২ কিলোমিটার উত্তর পশ্চিমে মাটির আট কিলোমিটার গভীরে এ ভূমিকম্প আঘাত হানে। জাতীয় আবহাওয়া সার্ভিস টুইটারে বলেছে, টেক্সাস অঙ্গরাজ্যের ইতিহাসে এটি চতুর্থ শক্তিশালী ভূমিকম্প। রয়টার্স।
কঙ্গোয় নিহত ১৬০
ইনকিলাব ডেস্ক : কঙ্গোর রাজধানীতে বিগত কয়েক বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যায় ১৬০ জনের প্রাণহানি ঘটেছে। কর্তৃপক্ষের উদ্ধৃতি দিয়ে শুক্রবার জাতিসংঘ কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। মঙ্গলবার রাতভর প্রচণ্ড বৃষ্টিপাতের পর কিনশাসার কেন্দ্রস্থলের প্রধান সড়কগুলো বেশ কয়েক ঘণ্টা ধরে পানিতে নিমজ্জিত থাকে এবং মতাদি বন্দর অভিমুখী প্রধান সরবরাহ রুট বন্ধ হয়ে যায়। নগরীটিতে প্রায় দেড় কোটি মানুষ বসবাস করে। রয়টার্স।
অবরুদ্ধ
ইনকিলাব ডেস্ক : কলম্বিয়ার বিদ্রোহীরা সশস্ত্র হামলা শুরু করায় কার্যত দেশটির উত্তর-পশ্চিম অঞ্চলের হাজার হাজার মানুষ অবরুদ্ধ হয়ে পড়েছে। শুক্রবার কর্তৃপক্ষ এ কথা জানিয়েছে। ন্যায়পাল অফিস জানায়, সরকারের সাথে চলমান শান্তি আলোচনার মধ্যে ‘ইএলএন’ গেরিলাদের হামলার কারণে কলম্বিয়ার উত্তর-পশ্চিম চোকো অঞ্চলের প্রায় নয় হাজার ৮০০ লোক অবরুদ্ধ অবস্থায় রয়েছে। চকো বিভাগের বিদ্রোহীদের হামলার ঘোষণার পর ‘ইস্তমিনা, মেডিও সান জুয়ান, সিপি ও নোভিটা পৌরসভার অন্তত নয় হাজার ৮০০ জন লোক’ ‘অনির্দিষ্টকালের জন্য বন্দী’ অবস্থায় রয়েছে। এএফপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।