Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঘুষ গ্রহণ, ৬০ মাসের সাজা ভারতীয় চিকিৎসকের

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৮ ডিসেম্বর, ২০২২, ১২:০৫ এএম

একজন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন চিকিৎসককে ঘুষ নেওয়ার অভিযোগে যুক্তরাষ্ট্রের কারাগারে ৬০ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। মার্কিন বিচার বিভাগ জানায়, ভারতীয় বংশোদ্ভূত একজন মার্কিন চিকিৎসক একটি প্রতারণামূলক হাসপাতালে মেরুদণ্ডের অস্ত্রোপচারের জন্য ৩৩ লাখ মার্কিন ডলার অবৈধ অর্থ গ্রহণ করায় তাকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান দিয়েগোর ৫৫ বছর বয়সী নিউরোসার্জন ডা. লোকেশ এস তানতুওয়ায়া লং বিচ শহরের একটি বিলুপ্ত হাসপাতালে রোগীদের অস্ত্রোপচার করেন। হাসপাতালটির মালিককে এর আগেই কারাবন্দি করা হয়েছিল। মার্কিন বিচার বিভাগের বিজ্ঞপ্তি অনুসারে, ডা. তানতুওয়ায়া ১ সেপ্টেম্বর অবৈধ অর্থ গ্রহণের ষড়যন্ত্রের জন্য দোষী সাব্যস্ত হয়েছেন। বিচারের আগে মুক্তির শর্ত লঙ্ঘন করায় তিনি ২০২১ সালের মে থেকেই ফেডারেল হেফাজতে রয়েছেন। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, ‘২০১০ থেকে ২০১৩ সাল পর্যন্ত ডা. তানতুওয়ায়া মেরুদণ্ডের অস্ত্রোপচার করার জন্য লং বিচের প্যাসিফিক হাসপাতালের মালিক মাইকেল ড্রবোটের কাছ থেকে অর্থ গ্রহণ করেছেন। মেরুদণ্ডের অস্ত্রোপচারের ধরনের ওপর নির্ভর করে অর্থের পরিমাণ নির্ধারিত হতো।’ ওই হাসপাতালের মালিক মাইকেল ড্রবোটকে ২০১৮ সালে ৬৩ মাসের কারাদণ্ড দেওয়া হয়। তার বিরুদ্ধে মেরুদণ্ডের অস্ত্রোপচার এবং অন্যান্য চিকিৎসা পরিষেবার জন্য হাজার হাজার রোগীকে তার হাসপাতালে পাঠানোর বিনিময়ে ডাক্তার, কাইরোপ্রাক্টর এবং বিপণনকারীদের ঘুষ দেওয়ার অভিযোগ রয়েছে। গত পাঁচ বছরে হাসপাতালটিতে মেরুদণ্ডের অস্ত্রোপচারের জন্য ৫০ কোটি ডলারেরও বেশি অর্থ লেনদেন হয়েছে, যার মধ্যে অবৈধ অর্থও রয়েছে। এনডিটিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ