মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
এক নতুন অস্ত্র ব্যবস্থার জন্য একটি সর্বাধুনিক ইঞ্জিনের সফল পরীক্ষা চালানোর খবর দিয়েছে উত্তর কোরিয়া। কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। পরমাণু অস্ত্রধর দেশটির শত্রুরা যখন নিজেদের মধ্যে অধিকতর সহযোগিতার প্রত্যয় জানিয়েছে তখন পিয়ংইয়ং এ ঘোষণা দিল। শুক্রবার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ জানিয়েছে, দেশটির পূর্বাঞ্চলীয় ‘সোহায়ি’ স্যাটেলাইট লাাঞ্চিং গ্রাউন্ডে কঠিন জ্বালানী চালিত ওই ইঞ্জিন বা মটোরের পরীক্ষা চালানো হয়। দেশটির নেতা কিম জং-উনের সরাসরি তত্ত্বাবধানে এই পরীক্ষা চালায় উত্তর কোরিয়া। কেসিএনএ জানিয়েছে, পরীক্ষায় মটোরটির নির্ভরযোগ্যতা ও স্থিতিশীলতা প্রমাণিত হয়েছে এবং আরেকটি নতুন ধরনের কৌশলগত অস্ত্রের উন্নয়নে এটি ব্যবহারের নিশ্চয়তা পাওয়া গেছে। আমেরিকা, দক্ষিণ কোরিয়া ও জাপান অভিযোগ করছে, উত্তর কোরিয়া কঠিন জ্বালানী-চালিত নতুন নতুন ক্ষেপণাস্ত্র তৈরির চেষ্টা করছে। এ ধরনের ক্ষেপণাস্ত্র অনেক বেশি স্থিতিশীল এবং এগুলো উৎক্ষেপণের জন্য পূর্ব প্রস্তুতির তেমন একটা প্রয়োজন নেই। ফলে এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপের আগ পর্যন্ত কারো পক্ষে কিছু টের পাওয়া সম্ভব হবে না। এসব দেশ আরো দাবি করছে, পিয়ংইয়ং সপ্তম পরমাণু অস্ত্রের পরীক্ষা চালানোর জন্য নিজের সামরিক পরমাণু কর্মসূচি জোরদার করেছে। ওই তিন দেশ উত্তর কোরিয়ার পক্ষ থেকে যেকোনো হুমকি মোকাবিলায় সম্ভাব্য সবরকম উপায় অবলম্বন করার প্রত্যয় জানানোর দু’দিন পর কঠিন জ্বালানি-চালিত মটোরের পরীক্ষা চালানোর ঘোষণা দিল পিয়ংইয়ং। আল-জাজিরা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।