মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ফিলিস্তিনি মনে করে ইসরাইলি নিরাপত্তা কর্মকর্তাদের টার্গেট করে গুলি ছুঁড়েছে আইডিএফ সেনারা। এ সপ্তাহের প্রথমে এই ঘটনা ঘটে। শুক্রবার রাতে ইসরাইলের সামরিক বাহিনী তাদের এই ভুলের কথা প্রকাশ করে। এতে বলা হয়, পশ্চিম তীরের ওফরা সেটেলমেন্টে নিযুক্ত ইসরাইলি নিরাপত্তা কর্মকর্তাদের ফিলিস্তিনি মনে করে গুলি ছুঁড়েছিল ইসরাইলি সেনারা। খবরে জানানো হয়, যে ইসরাইলি সেনা গুলি ছুঁড়েছে তার কাছে ওইদিন খবর আসে যে হাইওয়ে ৬০ এর কাছে ফিলিস্তিনিরা পাথর ছুঁড়ছে। ইসরাইলি গাড়ি লক্ষ্য করে এসব পাথর ছোড়া হচ্ছে খবর পেয়ে পাল্টা ব্যবস্থা নিতে সেখানে যান তিনি। ঘটনাস্থলে গিয়ে তিনি দুই জন ব্যক্তিকে রাস্তার সামনে দাঁড়িয়ে থাকতে দেখেন ওই ইসরাইলি সেনা। তাৎক্ষনিকভাবে তার মনে হয়, তারা দুইজনই ইসরাইলি গাড়ি লক্ষ্য করে পাথর ছুঁড়েছে। তাই তিনি তাদেরকে গুলি করার পারমিশন চান। কিন্তু হাইকমান্ড থেকে কোনো সাড়া দেয়া হয়নি। এরপর কয়েক মিনিট অপেক্ষা করার পর তিনি একাই গুলি চালান। তবে এরপরই বুঝা যায়, যাদেরকে ফিলিস্তিনি ‘দাঙ্গাকারি’ ভেবেছিলেন তিনি তারা আসলে ইসরাইলি নিরাপত্তা কর্মকর্তাই। এরপর এ ঘটনা নিয়ে ওই সেনার বিরুদ্ধে একটি তদন্ত প্রক্রিয়া চালু করা হয়। এতে দেখা যায়, আইডিএফ-এর ‘ওপেন ফায়ার’ নীতি ভঙ্গ করেই তিনি গুলি করেছিলেন। ভাগ্যক্রমে গুলিগুলোর নিশানা ঠিক ছিল না। ফলে এই ঘটনায় কেউ আহত হননি। জেরুজালেম পোস্ট।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।