Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাতৃভূমির মালিকানা ফিরে পাবে ফিলিস্তিনিরা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৮ ডিসেম্বর, ২০২২, ১২:০৫ এএম

ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান ‘দখলদার ও অপরাধী’ ইহুদিবাদী ইসরাইলকে মধ্যপ্রাচ্য অঞ্চলের জন্য ‘ভয়াবহ হুমকি’ হিসেবে বর্ণনা করেছে। তিনি এক টুইটার বার্তায় লিখেছেন, “ভুয়া ও অবৈধ ইসরাইল সরকারের কাছে রয়েছে শত শত পরমাণু অস্ত্র। কাজেই তেল আবিব এ অঞ্চলের সব দেশের জন্য ভয়াবহ হুমকি হয়ে রয়েছে।” ইহুদিবাদী ইসরাইলের কাছে ২০০ থেকে ৪০০ টি পরমাণু অস্ত্র রয়েছে বলে ধারনা করা হয়। এর মাধ্যমে মধ্যপ্রাচ্য ও বৃহত্তর পশ্চিম এশিয়ার একমাত্র পরমাণু অস্ত্রধরে পরিণত হয়েছে তেল আবিব। তবে গোটা পাশ্চাত্যের মদদপুষ্ট ইসরাইল কখনই তার কাছে পরমাণু অস্ত্র থাকার বিষয়টি স্বীকার বা অস্বীকার করেনি। এছাড়া, আন্তর্জাতিক সমাজের আহ্বান উপেক্ষা করে পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি বা এনপিটিতে স্বাক্ষর করেনি ইহুদিবাদী ইসরাইল। চলতি মাসের গোড়ার দিকে জাতিসংঘ সাধারণ পরিষদ ইহুদিবাদী ইসরাইলকে তার পরমাণু অস্ত্র ভাণ্ডার ধ্বংস করতে এবং এনপিটিতে সই করার আহ্বান জানিয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রীর টুইটার বার্তা শেষ করা হয়েছে এভাবে- ফিলিস্তিনি ভূখণ্ডের মালিক ফিলিস্তিনি জনগণ এবং সন্দেহাতীতভাবে একদিন তারা তাদের মাতৃভূমির মালিকানা ফিরে পাবে। ইরনা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ