মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
গতকাল (শুক্রবার) জেনেভায় নিযুক্ত রাশিয়ার স্থায়ী প্রতিনিধি বলেছেন, ইউক্রেনে মার্কিন বায়োল্যাব নিয়ে রুশ প্রশ্নের উত্তরদানে অসম্মতি জানিয়েছে যুক্তরাষ্ট্র। তার মানে এ বিষয়ে তারা কোনো কিছু আড়াল করতে চাচ্ছে।
রুশ প্রতিনিধি বলেছেন, বেশির ভাগ প্রশ্নের উত্তর দেয়নি যুক্তরাষ্ট্র ও ইউক্রেন। এমনকি দেশ দুটির প্রতিনিধিদল যে উত্তরপত্র দিয়েছে- তার সঙ্গে রুশ প্রশ্নের কোন সম্পর্ক নেই। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের উত্তরদানে অসম্মতি জানানোর একমাত্র কারণ হচ্ছে মার্কিন সামরিক জৈব কার্যকলাপের প্রকৃত উদ্দেশ্য প্রকাশ হয়ে পড়ার যে কোনো সম্ভাবনাকে রোধ করা।
এর আগেও রাশিয়া কয়েকবার জানিয়েছে, ইউক্রেনে তারা ৩০টি বায়োল্যাব আবিষ্কার করেছে। ওই ল্যাবগুলো মার্কিন জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী পরিচালিত হয় এবং সেখানে সম্ভবত জৈব অস্ত্র তৈরি করা হয়।
যুক্তরাষ্ট্র যা করেছে- তা জীবাণুবাহী অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তির লঙ্ঘন। তবে, যুক্তরাষ্ট্র কখনও এ বিষয়ে বাস্তব প্রতিক্রিয়া দেখায়নি। সূত্র: সিআরআই।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।