মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
জম্মু ও কাশ্মীরের জামিয়া মসজিদ চত্বরে নারী-পুরুষের একসঙ্গে বসা নিষিদ্ধ হল। পাশাপাশি মসজিদের ভিতরে ছবি তোলাতেও জারি করা হল নিষেধাজ্ঞা। এমনকী, ক্যামেরা বা ছবি তোলার অন্য কোনও সরঞ্জামও সেখানে নিয়ে যাওয়া যাবে না বলে জানিয়ে দিয়েছে মসজিদ কর্তৃপক্ষ। সাধারণত মহিলাদের মসজিদে প্রবেশ করতে দেয়া হয় না। তবে জামিয়া মসজিদে পুরুষ ও নারী উভয়েরই আলাদা করে নামাজের ব্যবস্থা রয়েছে।
চতুর্দশ শতাব্দীর এই মসজিদে এবার থেকে খাবার দাবারও নিয়ে ঢোকা যাবে না। মসজিদের তরফে যে বিবৃতি দেয়া হয়েছে, সেখানে বলা হয়েছে, ‘ফটোগ্রাফাররা মসজিদের ভিতরে কোনও ছবি তুলতে পারবেন না। এমনকী, ছবি তোলার কোনও সরঞ্জাম, যা দিয়ে ছবি তোলা যেতে পারে তেমন কিছুই ভিতরে নিয়ে যাওয়ার অনুমতি দেয়া হবে না। এবং তাদের গেটেই আটকে দেয়া হবে। কেউ কোনও ধরনের খাবার দাবারও ভিতরে নিয়ে যেতে পারবেন না। এক্ষেত্রেও গেটেই সেগুলি আটক করা হবে।’
পাশাপাশি বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘এটা কোনও পার্ক নয়। স্থানীয় কিংবা অন্য জায়গা থেকে যারা আসবেন সকলকেই কথাটা মাথায় রাখতে হবে ছবি তোলার আগে। জামিয়া মসজিদে পেশাগত কারণে কোনও ছবি বা ভিডিও তুলতে চাইলে অবশ্য অনুমতি নিতে হবে। মসজিদের পবিত্রতাকে সম্মান করার অনুরোধ করা হচ্ছে সকলকে।’
উল্লেখ্য, এর আগে দিল্লির ঐতিহ্যবাহী জামা মসজিদে মহিলাদের একলা প্রবেশে নিষেধাজ্ঞা জারি হয়েছিল। জানানো হয়েছিল, কেবল একলা নয়, দল বেঁধেও প্রবেশ করতে পারবেন না মহিলারা। এরপরই দিল্লির মহিলা কমিশনের তরফে নোটিস পাঠানো হয় জামা মসজিদকে। শেষ পর্যন্ত বিতর্কের মধ্যে প্রত্যাহারও করে নেয়া হয় নির্দেশটি। সূত্র: টাইমস নাউ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।