Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নিকিতিন ধির ‘নাগার্জুন’কে বিদায় দিলেন

| প্রকাশের সময় : ২১ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

অভিনেতা নিকিতিন ধির ‘নাগার্জুন এক যোদ্ধা’ সিরিয়ালটিকে বিদায় জানালেন। লাইফ ওকে চ্যানেলের সিরিয়ালটিতে তিনি আস্তিকার ভূমিকায় অভিনয় করতেন। চরিত্রটি নিহত হওয়ার কারণে তাকে বিদায় নিতে হলো। স¤প্রতি সিরিয়ালটিতে তার সহশিল্পীরা তাকে আনুষ্ঠানিক বিদায় সংবর্ধনা দিয়েছে।
সিরিজটি এমনিতেই আগামী বছর জানুয়ারির মাঝামাঝি শেষ হবে। তার প্রায় মাস খানেক আগেই তার চরিত্রটি কাহিনীর প্রয়োজনে বাদ পড়ল।
নিকিতিন তার বিদায়ী পার্টিতে বলেন : এই সিরিজটি ঘিরে অনেক মিষ্টি স্মৃতি রয়ে যাবে।”
তার চরিত্রের মৃত্যু সম্পর্কে তিনি বলেন : “আস্তিকার সাজে আমার এক আবেগঘন বিদায় হয়েছে। এই যাত্রায় আমার সঙ্গে কিছু অসাধারণ মানুষের ঘনিষ্ঠতা হয়েছে, এই স্মৃতি আমার সারা জীবন মনে থাকবে। বিদায় নেয়ার সময় কয়েকজনের চোখে পানি দেখেছি। তাতে বোঝা যায়, আমরা যা করি তা মেকী নয়, বিভিন্নভাবে বাস্তব।”
নিকিতিন টিভির পাশাপাশি শাহরুখ খানের সঙ্গে ‘চেন্নাই এক্সপ্রেস’ চলচ্চিত্রে কাজ করেছেন।
বিদায়ী পার্টিতে তিনি সবাইকে ধন্যবাদ জানান। তার স্ত্রী অভিনেত্রী ক্রাতিকা সেঙ্গারও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নিকিতিন
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ