Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খর্বকায় মানব আফশিন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৭ ডিসেম্বর, ২০২২, ১২:০০ এএম

ইরানের আফশিন ইসমাইল গাদিরজাদাকে বিশ্বের সবচেয়ে খাটো মানুষ হিসেবে ঘোষণা করা হয়েছে। পশ্চিম আজারবাইজান প্রদেশের বুকান কাউন্টির গ্রামে জন্মগ্রহণকারী আফশিন ইসমাইলের নাম গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান পেয়েছে। বিদেশী মিডিয়া রিপোর্ট অনুযায়ী, তার উচ্চতা মাপা হয়েছে ৬৫.২৪ সেন্টিমিটার এবং তার ওজন ৬ কেজি।
তার আগে বিশ্বের সবচেয়ে ছোট মানুষের খেতাব জিতেছিলেন দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ার এডওয়ার্ড নিনো হার্নান্দেজ। আফশিন ইসমাইল গাদিরজাদাকে দুবাইয়ের মিডিয়া সিটির একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড কর্তৃপক্ষ বিশ্বের সবচেয়ে খাটো মানুষ হওয়ার সনদও প্রদান করেন।
অনুষ্ঠানে আফশিন বলেন, এ অনন্য সম্মান পেয়ে তিনি খুবই খুশি। তিনি বলেন, ‘এটা সবই জাদুর মতো, আপনি পরের দিন সকালে ঘুম থেকে উঠবেন, আপনি সারা বিশ্বে বিখ্যাত’।
আফশিনের মা বলেন, তার ছেলের জন্মের সময় তার ওজন ছিল মাত্র ৭০০ গ্রাম, পরে তার বৃদ্ধিও ধীর হয়ে যায়। তিনি বলেন যে, তিনি তার ছেলের অবস্থা দেখে হতাশ হয়েছিলেন। তবে পরে তাকে একটি পুত্র দেওয়ায় আল্লাহ তা‘আলাকে ধন্যবাদ জানান। সূত্র : পিপল, গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ