Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাছে আসক্তকে তালাক

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৭ ডিসেম্বর, ২০২২, ১২:০০ এএম

বিয়ের ১০ বছর পর স্বামীকে তালাক দিলেন এক চীনা নারী। এ চরম সিদ্ধান্তের কারণ হল, মহিলার স্বামী শৌখিন মৎস্য শিকারী ছিলেন এবং তার শখ পূরণের জন্য তিনি তার পরিবারকে ভুলে গিয়ে মাছ ধরায় ব্যস্ত থাকতেন।
চীনের শানডং প্রদেশের জুই কাউন্টির একটি আদালতে বিবাহবিচ্ছেদের মামলায় ঝাং নামে এক নারী দাবি করেছেন যে, তিনি তার স্বামীর মাছ ধরার অভ্যাসে বিরক্ত ছিলেন।
মহিলাটি বলেন যে, বাড়ির সমস্ত কাজ ছাড়াও তিনি তার চাকরি এবং দুটি সন্তানকেও সামলান। এসময় তার স্বামী সোফায় বসে নিজের স্মার্টফোন নিয়ে নিজ বিনোদনে ব্যস্ত থাকেন এবং রাতের খাবারের পর প্রতিদিন তার বন্ধুদের সাথে মাছ ধরতে বেরিয়ে যান।
মহিলার মতে, তিনি তার স্বামীকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছিলেন যে, তার বন্ধুদের সাথে শিকারে না বেরিয়ে তার এবং তার সন্তানদের সাথে সময় কাটানো উচিত, কিন্তু তিনি হাল ছাড়েননি। তারপরে বিবাহবিচ্ছেদ করা ছাড়া আমার আর কোনো কার্যকর উপায় ছিল না। সূত্র : জং নিউজ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ