নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
কাতার বিশ্বকাপ শেষের পথে। আর মাত্র দু’টি ম্যাচ বাকি। যার একটি অর্থাৎ তৃতীয়স্থান নির্ধারণী ম্যাচ আজ। এ ম্যাচে সেমিফাইনালে হারা দুই দল ক্রোয়েশিয়া ও মরোক্কো মুখোমুখি হবে। আল রাইয়ানে বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হবে ম্যাচটি। এর পরের দিন একই সময়ে লুসাইলে বহুল আকাঙ্খিত ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্সের প্রতিপক্ষ হয়ে মাঠে নামবে লিওনেল মেসির আর্জেন্টিনা। ম্যাচটিকে ঘিরে বর্তমানে গোটা বিশ্বেই চলছে একই আলোচনা। কে জিতবে কাতার বিশ্বকাপ ট্রফি? মেসির হাতে প্রথম শোভা পাবে, নাকি ফ্রান্স টানা দ্বিতীয়বারের মতো এই ট্রফি ঘরে তুলবে? এমন আলোচনা নিয়ে যখন ফুটবলবিশ্ব ব্যস্ত সময় পার করছে, ঠিক তখনই ক্লাব ফুটবল আয়োজন নিয়ে একটা বড়সড় সিদ্ধান্ত গ্রহণ করলো ফিফা। গতকাল কাতারের রাজধানী দোহার মেইন প্রেস সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো জানান, তিন বছর পরই অর্থাৎ আগামী ২০২৫ সালে বিশ্বকাপের আদলে আয়োজন করা হবে ফিফা ক্লাব বিশ্বকাপ।
নির্ধারিত সময়ের এক ঘন্টা পর সংবাদ সম্মেলন শুরু হওয়ায় বিলম্বের জন্য দুঃখ প্রকাশ করেন ফিফা সভাপতি। এরপর তিনি ক্লাব বিশ্বকাপ ও ৪৮ দল নিয়ে পরের বিশ্বকাপ আয়োজন নিয়ে নানা কথা বলেন। এমনিতে ক্লাব বিশ্বকাপ প্রতিবছরই ছোট আকারে আয়োজন করা হয়। আগামী ফেব্রুয়ারিতে মরক্কোয় হবে এই টুর্নামেন্ট। সব মহাদেশের চ্যাম্পিয়ন দলকে নিয়ে মাত্র কয়েকদিনের এই টুর্নামেন্টকে নিয়ে তেমন উৎসাহ নেই ফুটবলপ্রেমীদের মাঝে। কিন্তু এবার ফিফা ক্লাব ফুটবলকে বিশ্বমঞ্চে আরও জনপ্রিয় করার চেষ্টা করছে। সেকারণেই পুরোপুরি বিশ্বকাপের আদলে ৩২ দলের টুর্নামেন্ট আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। ফিফা সভাপতি ইনফান্তিনো বলেন, ‘২০২৫ সালে নতুন ফিফা ক্লাব বিশ্বকাপ হবে ৩২ দলের। তাতে এটাও বিশ্বকাপের মতোই টুর্নামেন্টে পরিণত হবে।’
ফিফা বেশ কিছুদিন ধরেই এই ধাঁচের একটি টুর্নামেন্ট আয়োজনের চেষ্টা করে যাচ্ছে। তাতে অবশ্য বাধা অনেক। উয়েফা এই ধরনের টুর্নামেন্টের ঘোর বিরোধী। কারণ তাতে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের জনপ্রিয়তা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ইউরোপের বড় ক্লাবগুলোও নাকি এই টুর্নামেন্টের বিরোধী। তারাও বাড়তি এই টুর্নামেন্ট খেলতে নারাজ। তবে এসব সত্ত্বেও ফিফা সভাপতি স্পষ্ট জানালেন, ৩২ দল নিয়েই হবে ২০২৫ ক্লাব বিশ্বকাপ। তাতে ইউরোপের সেরা ৮টি দলকে আমন্ত্রণ জানানো হবে। অন্য কোন মহাদেশের ক’টি করে দেশ খেলবে, তা এখনও পরিষ্কার নয়। তবে ফিফা সভাপতি জানিয়েছেন, ২০২৫ এর টুর্নামেন্ট সফল হলেই ৩ বছর অন্তর অন্তর আয়োজন করা হবে এই ধরনের টুর্নামেন্ট।
এদিনের সংবাদ সম্মেলনে কাতার বিশ্বকাপের চেয়ে পরের বিশ্বকাপ নিয়ে বেশি কথা বলেছেন ইনফান্তিনো। শুরুতেই ২০২৬ বিশ্বকাপের ফরম্যাট নিয়ে দ্বিধা প্রকাশ করেছেন ফিফা বস। ফিফা বিশ্বকাপে এখন আট গ্রুপে ৪টি করে দল খেলে। ২০২৬ বিশ্বকাপ ৪৮ দলকে নিয়ে আয়োজন করা হলে ১৬ গ্রুপে তিনটি করে দল খেলানোর পরিকল্পনা ছিল ফিফার। ইনফান্তিনো বলেন,‘আমাদের প্রাথমিক পরিকল্পনা ১৬ গ্রুপ করার। গ্রুপের দুই দল নিয়ে পরবর্তী নক আউট।’
এই পদ্ধতি হলে গ্রুপ পর্যায়ে কিছু দলের সুবিধা গ্রহণের সুযোগ থাকতে পারে। এ বিষয়টি ফিফা সভাপতিও মানছেন,‘বিষয়টি অত্যন্ত আলোচনা যোগ্য। চার দলের গ্রুপই আমার কাছে খুব উপভোগ্য মনে হয়। গ্রুপের শেষ ম্যাচের শেষ মিনিট পর্যন্ত কেউ নিশ্চিত করে বলতে পারতো না কারা নক আউটে যাচ্ছে। আগামী বিশ্বকাপে ১২ গ্রুপে চার দলও হতে পারে। তিন দল করে ১৬ গ্রুপ না চার দল করে ১২ গ্রুপ এ নিয়ে অনেক ভাবনার বিষয় রয়েছে। সামনে আমরা এটা ঠিক করবো। কাতার বিশ্বকাপ শেষ হওয়ার পর দিন থেকেই আমেরিকা, কানাডা, মেক্সিকো বিশ্বকাপের কাজ শুরু করবো আমরা।’
সংবাদ সম্মেলনের আগে কাল সকালে কাতারে ফিফার কাউন্সিল সভা অনুষ্ঠিত হয়। এ সভায় ফিফার আগামী চার বছরের জন্য ১১ বিলিয়ন ডলার পাশ হয়েছে। গত চার বছরের বাজেটের তুলনায় যা দ্বিগুণ। দ্বিগুণ বাজেটের পেছনে ৪৮ দলের বিশ্বকাপ বড় কারণ হিসেবে উল্লেখ করে ফিফা সভাপতি বলেন, ‘৪৮ দল হওয়ায় টিভি রাইটস, দর্শকসহ সব বাড়বে। ফলে আমাদের রাজস্বও বাড়বে। নিঃসন্দেহে আগামী চার বছরের রাজস্ব বাজেটের মধ্যে বিশ্বকাপটা বড় অংশ।’ ফিফার গত চার বছরে বাজেট ছিল ৬.৪৪ বিলিয়ন ডলার। বাজেটের চেয়ে তারা এক বিলিয়ন ডলার বেশি আয় করেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।