নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ভারতের দ্বিতীয় ইনিংসের ৩২তম ওভারের ঘটনা। অনিয়মিত স্পিনার ইয়াসির আলি চৌধুরীর তীক্ষè টার্ন করা ডেলিভারি আঘাত করল ভারতীয় ব্যটার শুবমান গিলের প্যাডে। বাংলাদেশের জোরাল আবেদনে সাড়া দিলেন না আম্পায়ার। আত্মবিশ্বাসের সাথে রিভিউ নিল স্বাগতিকরা। অনেকক্ষণ অপেক্ষা করে শুধু সেই বলের রিপ্লেই দেখা গেল! রিভিউয়ের জন্য যে আল্ট্রা এজ বা হক আই ব্যবহার করতে হবে, তার কোনোটিই দেখানো হয়নি। উল্টো মাঠের আম্পায়ার খেলা শুরুর ইঙ্গিত দেন। পরে জানা যায়, যান্ত্রিক সমস্যায় কিছুক্ষণ বন্ধ ছিল ডিসিশন রিভিউ সিস্টেমের (ডিআরএস) জন্য ব্যবহৃত ক্যামেরা! টিভিতে তৃতীয় আম্পায়ারের কণ্ঠ শোনা যায়, ‘ডিআরএস ডাউন।’ অধিনায়ক সাকিব ও বোলার ইয়াসিরের প্রতিক্রিয়ায় অসন্তুষ্টি ফুটে ওঠে স্পষ্ট। ডিআরএস পরিচালনা করা সম্ভব হয়নি বলে রিভিউটি অবশ্য হারায়নি বাংলাদেশ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।