মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ব্রিটেনের প্রিন্স হ্যারি বলেছেন, রাজপরিবার ছাড়ার কথা বলায় তার বড় ভাই প্রিন্স উইলিয়াম তার প্রতি খেপে গিয়েছিলেন। নেটফ্লিক্সের ডকুমেন্টারিতে দেওয়া সাক্ষাতকারে প্রিন্স হ্যারি এ কথা বলেন। খবর সিএনএনের। তার ভাইয়ের খেপে যাওয়াকে তিনি ভয়ঙ্কর বলেও উল্লেখ করেন। বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) ডিউক অ্যান্ড ডাচেস অফ সাসেক্সকে নেটফ্লিক্সের ডকুমেন্টারির শেষ পর্ব প্রকাশ করা হয়। চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ পর্বের ‘হ্যারি অ্যান্ড মেগান’ ডকুমেন্টারিতে ২০১৮ সালের বিবাহ থেকে শুরু করে তাদের জীবনের অংশ তুলে ধরা হয়েছে। এর মাধ্যমে তাদের রাজপরিবার সিদ্ধান্ত নেওয়ার পিছনে বিভিন্ন কারণ সম্পর্কে জানা যাচ্ছে। তাদের রাজপরিবারের বিরূপ আচরণের তথ্যও জানা গেছে এই ডকুমেন্টারি থেকে। প্রিন্স উইলিয়ামের সঙ্গে কথোপকথনের কথা স্মরণ করে প্রিন্স হ্যারি বলেন, আমার ভাইয়ের চিৎকার করা এবং বিশেষ করে আমার দিকে চিৎকার করাটা ছিল ভয়ঙ্কর। সিএনএন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।